বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

তুমি এসরাজ হলে || সৌগত পাল || কবিতা

তুমি এসরাজ হলে...
সৌগত পাল

আমাকে দিও তোমার ছোট খাটো অভিঘাত
যা তুমি হারিয়ে ফেলেছো
অথবা তুমি বুঝত পারো নি তোমার নাভিতে এরকম সুগন্ধ ছিলো
বুনো চাঁপা ফুলের মতন
যেরকম পুরনো সেন্টের শিশি ভরা কিছু নাছোড় অভিমান
সেরকম মিহিন কিছু দিও।

কোনোদিন তোমার শাড়ির আঁচল পেতে দিও
যদি চাও
পাড় জুড়ে এঁকে দেবো মেঘ ও পাখির   
কিছু কাব্য
আমার কিছু না থাকা আমি উজাড় করে দেবো শেষ বসন্তের বিকেলে
তুমি শুধু তোমার দাবিগুলো রেখো
তোমার বুকের শুদ্ধতায় যে নৌকায় দুলে ওঠে সমুদ্র চারী
আমি সেরকম কোনো নোনাজলে  অদ্ভুত আলোয় বাজাবো এসরাজ
আমাকে সাহস দিও, সামান্য ভেসে যাও

তোমার সকল উচ্ছাস নিটোল ঝিনুক
   আমি কোনদিন নোঙর করবো না ও চোখের বন্দরে
ও বুকের পাশে থেমে আছে বিনিদ্র রাতের কথাগুলো
আমি দু আঙ্গুলে খুলে যাচ্ছি ইয়ারফোন এর ম্যাজিকাল জট
তুমি বুঝতেই পারো নি কোনোদিন
কিভাবে কবিতা লিখি

তুমি বুঝতেই পারো নি আমাকেও তোমার প্রয়োজন ছিল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...