সোমবার, ১১ মে, ২০২০

অণুগল্প || ঝক্কি || সুধাংশুরঞ্জন সাহা

ঝক্কি    
সুধাংশুরঞ্জন সাহা

অজয় সেন উচ্চপদস্থ সরকারী আধিকারিক ।
প্রাক্তন বায়ুসেনা পঞ্চাশের সুঠাম প্রবাহন মিত্র তার পিএ ।
সম্প্রতি এই অফিসে যোগ দিয়েছে প্রবাহন ।
প্রথম দিন থেকেই অজয় লক্ষ্য করেছে প্রবাহন ঘন্টায় ঘন্টায় মোবাইলে কথা বলে কোন মহিলার সঙ্গে। একদিন অজয় ওকে জিজ্ঞাসা করে,
আপনি ঘনঘন কাকে এতো ফোন করেন ?
প্রবাহন তো তো করছে দেখে,
অজয় ফের বলে---কে এই মহিলা ? প্রেমিকা ?-- প্রেমিকা ঠিকই,তবে স্ত্রী।
স্ত্রীকে এতো ফোন ? আসলে ওকে ঘনঘন ফোন না করলে ও ভাবে আমি অন্য কোন মেয়ের প্রেমে পড়েছি । এর কারণ ?  --- কারণ আমার অজানা ।
তবে, একটা কারণ হতে পারে, আমাদের প্রেমের বিয়ে কিনা, ওর ধারনা আমি অন্য মেয়ের সাথেও ফেঁসে যেতে পারি । সেই জন্য এটা ওরই দাওয়াই ।
আমি নিরুপায় স্যার ।   বাধ্য হয়েই মানতে হচ্ছে এই নিদান ।
কারণ ওর  বাবা আবার পুলিশের এসপি । পুলিশের ঝামেলা, ঝক্কি বোঝেনইতো !
পুরো ব্যাপারটা শুনে অজয় হাসতে হাসতে বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে  দুকাপ কফির অর্ডার দেয় ...।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...