সোমবার, ২৫ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || রোজেন কুকুসেভ- এর কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা
 রুদ্র কিংশুক
রোজেন কুকুসেভ- এর কবিতা

রোজেন কুকুসেভ (Rosen Kukushev, 1983) সোফিয়া ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আরব সমাজ ও সংস্কৃতি  বিষয়ে লেখাপড়া করেছেন। 
জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে তিনি পলিসি স্টাডিজ বিষয়ে পাঠ নিয়েছেন।  তাঁর প্রথম কাব্যগ্রন্থ "ইনস্পিরেশনস অ্যান্ড ডেস্ট্রাকশন " প্রকাশিত হয় ২০১২ খ্রিস্টাব্দ। বিভিন্ন পত্র-পত্রিকা ও বুলগেরীয় কবিতার সংকলনে তাঁর কবিতা সংকলিত । আরবি সহ বিভিন্ন ভাষায় তাঁর কবিতা অনূদিত। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ "আফটার দি  ইন্টক্সিকেশন" ২০১৮ তে প্রকাশিত হয়।

১. ধোঁয়াশা

কারখানার ধোঁয়াশা
এলোমেলো নগরায়নের রূপরেখা
 যেন ভাগ্য গণকের করতল
 দড়ি-পথে অর্ধ নামে তোমার চোখের পাতায়
 আর মনে হয় যেন তুমি কান্নার
দোর গোড়ায়
কিন্তু দয়া করে তা করো না
পাঠ্য কদাচ তা ইঙ্গিত করে
 বাকিটা আমরা কথা বলব তা শব্দলেখা ছাড়াই
 আমি তোমায় ভালোবাসি তৃপ্তি সহ, সহজে
তুমি অন্ধকারে দূরে
আমি তোমায় আকর্ষণ করি
তুমি ঠেলে দাও দূরে আমাকে:
 যন্ত্র বিদ্যার সহজ নিয়মে

২. লাল মাথা
লালমাথার আছে
অতুলনীয় সৌন্দর্য
 অতুলনীয় আবেগ
সে চেটে নেয় সুন্দরভাবে
তার আঙ্গুলের প্রান্তগুলো
স্বচ্ছ তামাক-মাখানো
 তার কাঁধ উপচানো কোঁচকানো ঘন কুন্তল
যার ভয়ংকর পাকানো বেণী
দীর্ঘ জিভের মতো
দাগভর্তি সাদা মুখের উপর
 ক্রিসেনথিমাম চোখে
 নারী-সিংহ দানবের হাসি

লালমাথার আছে
 অতুলনীয় কবিতা রূপ
আর তার ঠোটে অখন্ড মাংসের স্বাদ
সে  গলায় বরফ তার হাতের তালুতে
 ছড়ানো এবং বদলে যায়
সমুদ্রে,  দূরত্ব
তার ও আমার মাঝে
 আগুনপাখি বৃষ্টির ফোঁটা
 সৌন্দর্য,
আশ্লেষ ও কবিতার
অতুলনীয় রূপ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...