ভাষ্য-হীন || আটপৌরে কবিতাগুচ্ছ
নীলিমা সাহা
মা
আঁধার থেকে আলোয়
তুমিই
একাক্ষরা দাঁড়িয়ে আমার মা।
তোমার উপমা তো
তুমিই
তোমার বিকল্প হয় না।
এত্ত সিঁড়ি ভাঙো
তবু
বিনীত অভ্যাসে আনন্দ রন্ধন
এমনই জগতী ছন্দ
সাদাপাতায়
লিখি,লিখতেই থাকি মহাকবিতা
যুক্তি তক্কো ভাষ্য বিহীন
মা
একটাই জাত একটাই সংজ্ঞা
আমাদের নগর সভ্যতায়
তবু
বীতশোক তুমি ভাগের মা
নীলিমা সাহা
মা
আঁধার থেকে আলোয়
তুমিই
একাক্ষরা দাঁড়িয়ে আমার মা।
তোমার উপমা তো
তুমিই
তোমার বিকল্প হয় না।
এত্ত সিঁড়ি ভাঙো
তবু
বিনীত অভ্যাসে আনন্দ রন্ধন
এমনই জগতী ছন্দ
সাদাপাতায়
লিখি,লিখতেই থাকি মহাকবিতা
যুক্তি তক্কো ভাষ্য বিহীন
মা
একটাই জাত একটাই সংজ্ঞা
আমাদের নগর সভ্যতায়
তবু
বীতশোক তুমি ভাগের মা
অনবদ্য উচ্চারণ।
উত্তরমুছুন