মঙ্গলবার, ১৯ মে, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

১৮১.

ইজেল/ রং/তুলি 
    ) শিল্প  (
মন থাকলে গড়ে ওঠে ।

১৮২.

উদ্ভিদ/  সবুজ/ অক্সিজেন 
    ) নিত্যদিন  (
জীবনের অঙ্গ হয়ে যায় ।

১৮৩.

ফেসবুক/ টুইটার/ ব্লগ 
    ) প্রযুক্তি  (
চিন্তা বড়ো আগে ছড়ায় ।

১৮৪.

চিন্তা/ গঠন/ চেষ্টা 
   ) সৃষ্টি  (
বিশ্বাস থাকলে একদিন হবেই ।

১৮৫.

বর্তমান/ হালচাল/ সময় 
      ) হতাশ  (
এ হতাশা রাখব কোথায়!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...