ভাবনা
বিরূপাক্ষ পণ্ডা
অভাবে ভাবনা পুরো তিন পোয়া জল । জলের মতো দিনগুলো চলে যাচ্ছে
সহজ । বাঁধ কিংবা বাঁকের জন্য জলের ভাবনা নেই । অথচ এই আমরা প্রতিরোধহীন মানুষেরা ভাবতে ভাবতে ভাবতে ভাবতে বলিরেখা ।
তারপর বিষয় জনিত বিষ প্রয়োগে মর্মর হয়ে ওঠে ঘর ও বাহির । অস্থির
হয় রোদ-বৃষ্টি-ঝড় । মতিচ্ছন্ন ধরে চলনে-গমনে । তারপর পুঞ্জীভূত
পাপের অতলে নিমজ্জিত হতে থাকে বয়সের গাছ পাথর ।
এইভাবে বটের জটায় জমা হয় সব স্মৃতিকথা । তখন দেব দানবের
যুদ্ধ নির্মাণে তৎপর হয়ে ওঠে প্রতি দিনলিপি । অথচ কোনো হায়
নেই! আবার হাহাকারও নেই ।
সুতরাং ভাবনা মানেই তিনপোয়া জল । বাকি এক পোয়ায় থাকে
ভাবনাজনিত যন্ত্রণার স্থল ।
বিরূপাক্ষ পণ্ডা
অভাবে ভাবনা পুরো তিন পোয়া জল । জলের মতো দিনগুলো চলে যাচ্ছে
সহজ । বাঁধ কিংবা বাঁকের জন্য জলের ভাবনা নেই । অথচ এই আমরা প্রতিরোধহীন মানুষেরা ভাবতে ভাবতে ভাবতে ভাবতে বলিরেখা ।
তারপর বিষয় জনিত বিষ প্রয়োগে মর্মর হয়ে ওঠে ঘর ও বাহির । অস্থির
হয় রোদ-বৃষ্টি-ঝড় । মতিচ্ছন্ন ধরে চলনে-গমনে । তারপর পুঞ্জীভূত
পাপের অতলে নিমজ্জিত হতে থাকে বয়সের গাছ পাথর ।
এইভাবে বটের জটায় জমা হয় সব স্মৃতিকথা । তখন দেব দানবের
যুদ্ধ নির্মাণে তৎপর হয়ে ওঠে প্রতি দিনলিপি । অথচ কোনো হায়
নেই! আবার হাহাকারও নেই ।
সুতরাং ভাবনা মানেই তিনপোয়া জল । বাকি এক পোয়ায় থাকে
ভাবনাজনিত যন্ত্রণার স্থল ।
বেশ-!👍
উত্তরমুছুনভালো লাগলো কবি। শুভকামনা।
উত্তরমুছুন