বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ওলিয়া স্তোয়ানোভা-র কবিতা
ওলিয়া স্তোয়ানোভা (Olya Stoyanova, 1977)-র জন্ম বুলগেরিয়ার সোফিয়া শহরে। সোফিয়া ইউনিভার্সিটি থেকে থেকে তিনি স্নাতক জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশনে। এই বিশ্ববিদ্যালয় থেকে
তিনি সাংবাদিকতা এবং জনসংযোগ বিষয়ে গবেষণাও করেছেন । তাঁর প্রকাশিত উপন্যাস 'পারসোনাল জিওগ্রাফি' (২০০৫), একটি ছোটোগল্প সংকলন 'হোয়াট উলভস্ ড্রিম ' (২০১১) এবং চারটি কবিতা সংকলন 'ফটোগ্রফস'(২০০০), 'প্রোজ'(২০০২), ,'রোড ম্যাপ'(২০০৩) এবং 'হ্যাপিনেস স্ট্রিট' (২০১৩)। তাঁর কবিতা, ছোটোগল্প এবং নাটক পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে ।সাহিত্যকর্মের জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার।
১. লাঞ্চ ব্রেক
লোকটা
যে মসজিদপাহারা দেয় ---
দুপুরে
দরজা খুলে রেখে চলে যায় ---
ঢোকে
কাছেই
কাফে ক্যালিফোর্নিয়ায়
দুটো স্যান্ডউইচ আর একটা কোক---
--- এই সময়
এমনকি আল্লাহও বিশ্রাম নেন ---
সে দোকানদাকে
মেয়েটি হাসে,
আর ফেরবার পথে সে নিজে
দৌড়ায়।
২. ছোট ছোট গল্প গল্প
সে ভালোবাসে নোট লিখতে নোট লিখতে---
'আমি তোমাকে ভালোবাসি' স্বামীকে লেখে,
বাচ্চাকে 'আমি তোর কথা ভাবছি,'
আর মাকে 'ধন্যবাদ'।
এটা সত্যিই খুব হাস্যকর
কিন্তু তার প্রিয়জনেরা এসব নিয়ে কিছু বলে না,
এমনকি ভান করে
যেন কখনোই তারা
কিছু দেখেনি এসব তাদের পকেট।
তবু সে এসব করে চলে কিছুদিন---
সে দিন থেকে
যে দিন সে কোথাও পড়েছিল
একজন মেয়ে চোদ্দো তলা থেকে ঝাঁপ দিয়েছিল,
আর তার পকেটে ছিল একটা নোট
এই শব্দগুলি---
'পাঁচটা ডিম আর একটা রুটি'।
৩. ক্ষমা প্রার্থনার পরিবর্তে
প্রতিটি সকালে ---
কাজে যাবার পথে ---
বৃদ্ধ লোকটি,
ব্যাংকের সামনে বসে ---
হাত প্রসারিত করে আর জিজ্ঞাসা করে:
কটা বাজে, বাছা ---
আমি তাকে কী বলি ---
প্রতিটি সকালে
একই সময়ে
দেরি,
খুব দেরি ....
৪. বোখারা
তোমরা কি জানো
কোথায় প্রাচীন বুখারাকে
খোঁজা যায়?
চতুর্থ পবিত্র
মুসলিম শহর
মক্কা, মদিনা আর জেরুজালেমের পর?
এখানে
মধ্য এশিয়ার,
তিন দিক মরুভূমি মরুভূমি
ঘেরা,
শহরকে মনে হয় মরীচিকা---
মাদ্রাসা আর বালি-বর্ণ
দূর্গের দেয়াল,
যারা
অর্ধেক চোখ বুঝে বাতাসের বিরুদ্ধে হাটে
আর বাতাস
তারা মেয়েদের স্কার্ট তোলে
খুব উঁচুতে।
তারা বলে যে শহরেরা এভাবেই টিকে থাকে।
রুদ্র কিংশুক
ওলিয়া স্তোয়ানোভা-র কবিতা
ওলিয়া স্তোয়ানোভা (Olya Stoyanova, 1977)-র জন্ম বুলগেরিয়ার সোফিয়া শহরে। সোফিয়া ইউনিভার্সিটি থেকে থেকে তিনি স্নাতক জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশনে। এই বিশ্ববিদ্যালয় থেকে
তিনি সাংবাদিকতা এবং জনসংযোগ বিষয়ে গবেষণাও করেছেন । তাঁর প্রকাশিত উপন্যাস 'পারসোনাল জিওগ্রাফি' (২০০৫), একটি ছোটোগল্প সংকলন 'হোয়াট উলভস্ ড্রিম ' (২০১১) এবং চারটি কবিতা সংকলন 'ফটোগ্রফস'(২০০০), 'প্রোজ'(২০০২), ,'রোড ম্যাপ'(২০০৩) এবং 'হ্যাপিনেস স্ট্রিট' (২০১৩)। তাঁর কবিতা, ছোটোগল্প এবং নাটক পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে ।সাহিত্যকর্মের জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার।
১. লাঞ্চ ব্রেক
লোকটা
যে মসজিদপাহারা দেয় ---
দুপুরে
দরজা খুলে রেখে চলে যায় ---
ঢোকে
কাছেই
কাফে ক্যালিফোর্নিয়ায়
দুটো স্যান্ডউইচ আর একটা কোক---
--- এই সময়
এমনকি আল্লাহও বিশ্রাম নেন ---
সে দোকানদাকে
মেয়েটি হাসে,
আর ফেরবার পথে সে নিজে
দৌড়ায়।
২. ছোট ছোট গল্প গল্প
সে ভালোবাসে নোট লিখতে নোট লিখতে---
'আমি তোমাকে ভালোবাসি' স্বামীকে লেখে,
বাচ্চাকে 'আমি তোর কথা ভাবছি,'
আর মাকে 'ধন্যবাদ'।
এটা সত্যিই খুব হাস্যকর
কিন্তু তার প্রিয়জনেরা এসব নিয়ে কিছু বলে না,
এমনকি ভান করে
যেন কখনোই তারা
কিছু দেখেনি এসব তাদের পকেট।
তবু সে এসব করে চলে কিছুদিন---
সে দিন থেকে
যে দিন সে কোথাও পড়েছিল
একজন মেয়ে চোদ্দো তলা থেকে ঝাঁপ দিয়েছিল,
আর তার পকেটে ছিল একটা নোট
এই শব্দগুলি---
'পাঁচটা ডিম আর একটা রুটি'।
৩. ক্ষমা প্রার্থনার পরিবর্তে
প্রতিটি সকালে ---
কাজে যাবার পথে ---
বৃদ্ধ লোকটি,
ব্যাংকের সামনে বসে ---
হাত প্রসারিত করে আর জিজ্ঞাসা করে:
কটা বাজে, বাছা ---
আমি তাকে কী বলি ---
প্রতিটি সকালে
একই সময়ে
দেরি,
খুব দেরি ....
৪. বোখারা
তোমরা কি জানো
কোথায় প্রাচীন বুখারাকে
খোঁজা যায়?
চতুর্থ পবিত্র
মুসলিম শহর
মক্কা, মদিনা আর জেরুজালেমের পর?
এখানে
মধ্য এশিয়ার,
তিন দিক মরুভূমি মরুভূমি
ঘেরা,
শহরকে মনে হয় মরীচিকা---
মাদ্রাসা আর বালি-বর্ণ
দূর্গের দেয়াল,
যারা
অর্ধেক চোখ বুঝে বাতাসের বিরুদ্ধে হাটে
আর বাতাস
তারা মেয়েদের স্কার্ট তোলে
খুব উঁচুতে।
তারা বলে যে শহরেরা এভাবেই টিকে থাকে।
আন্তরিক প্রচেষ্টা
উত্তরমুছুন