বাঘুই-স্বপ্ন
ইয়াসিন
বাঘুই স্বপ্নের স্রোতে
স্মৃতির জোয়ার আর ঢেউ
মাছেরা সব অকৃত্রিম
আমাদের শ্বাস আর বাঘুইয়ের বাঁক ...
প্রথম কৈশোরে গোপন অভিসার
চাঁদ জোৎস্নায় গাছেদের ছায়া
ধোঁয়া উড়ে যায় আগুনে ছাই
বিজ্ঞান ও কৃষি মেলার জয়গান গেয়ে যাই ...
কারা যেন বলেছিল সেবা কর
দুপুরের ভরা বৃষ্টিতে ডুবে যায় পাড়
সন্ধ্যায় ভাঁটা নামে চোরাবালি
নীরবে অনেক কথা ঝিনুক জীবন...
ভোরের বাঘুই ছাদেতে আমার ঠাঁই
দূরে বহুদূরে কারা যেন ভীড় করে
নৌকা নাব্যতা নাই... স্রোতের তীরে
নীড় সুখ সব কাছে দূরে হৃদয় জুড়ে ।
গ্রামে বিদ্যুৎ নাই ... মৃত মুঠোফোন
কথা নাই, সংযোগ নাই
যাপন কথন ছাই হয়ে যায় বাঘুই মন
ঠাঁই নাই আজ, নাই ভালোবাসা নাই
মৃত ফোনের মত অতীত নিঃসাড় জড়
সোনালী রোদ্দুর জানে বাড়িতে থাকার মানে
শোক মিছিল আর মৃত মানুষের যাত্রা
আগুন জ্বলে ধিকি ধিকি চিতার আগুন...
ইয়াসিন
বাঘুই স্বপ্নের স্রোতে
স্মৃতির জোয়ার আর ঢেউ
মাছেরা সব অকৃত্রিম
আমাদের শ্বাস আর বাঘুইয়ের বাঁক ...
প্রথম কৈশোরে গোপন অভিসার
চাঁদ জোৎস্নায় গাছেদের ছায়া
ধোঁয়া উড়ে যায় আগুনে ছাই
বিজ্ঞান ও কৃষি মেলার জয়গান গেয়ে যাই ...
কারা যেন বলেছিল সেবা কর
দুপুরের ভরা বৃষ্টিতে ডুবে যায় পাড়
সন্ধ্যায় ভাঁটা নামে চোরাবালি
নীরবে অনেক কথা ঝিনুক জীবন...
ভোরের বাঘুই ছাদেতে আমার ঠাঁই
দূরে বহুদূরে কারা যেন ভীড় করে
নৌকা নাব্যতা নাই... স্রোতের তীরে
নীড় সুখ সব কাছে দূরে হৃদয় জুড়ে ।
গ্রামে বিদ্যুৎ নাই ... মৃত মুঠোফোন
কথা নাই, সংযোগ নাই
যাপন কথন ছাই হয়ে যায় বাঘুই মন
ঠাঁই নাই আজ, নাই ভালোবাসা নাই
মৃত ফোনের মত অতীত নিঃসাড় জড়
সোনালী রোদ্দুর জানে বাড়িতে থাকার মানে
শোক মিছিল আর মৃত মানুষের যাত্রা
আগুন জ্বলে ধিকি ধিকি চিতার আগুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন