স্বাধীনতা
ইয়াসিন খান
ওই শুনি চারি দিকে মৃত্যু ধ্বনি
কামনায় নতুন সৃজন
স্বপ্নের ঘোর বিরোধী
অসহায় আপন জন।
একটা হাতে কথা ফেরি
আরেকটি হাতে শর্ত ঋন ধরি
আমি কল্পনায় আঁকি আতঙ্ক
দেখ সামনে জলের আল্পনায় কল্পতরু ।
ওহে বাঁকা চাঁদ দূর বহুদূরে
তোমার স্নিগ্ধতার ঘ্রাণ নিয়ে
ওরা চলে নতুন জীবনের খেয়ালে
দাদন মাখানো অতীত স্রোতে।
প্রকৃতির বুকে শোষণের মায়াজাল
শোধরায় না ওরা, চায় নতুন সকাল
আকাশের মুখ ভার
হুঁশিয়ার সব হুঁশিয়ার ...
কথামালা জুড়ে অনুভব
সভ্যতার ইতিহাসে
স্বাধীনতার স্বপ্ন
ওরা আবার খোঁজে সৃজন মন।
ইয়াসিন খান
ওই শুনি চারি দিকে মৃত্যু ধ্বনি
কামনায় নতুন সৃজন
স্বপ্নের ঘোর বিরোধী
অসহায় আপন জন।
একটা হাতে কথা ফেরি
আরেকটি হাতে শর্ত ঋন ধরি
আমি কল্পনায় আঁকি আতঙ্ক
দেখ সামনে জলের আল্পনায় কল্পতরু ।
ওহে বাঁকা চাঁদ দূর বহুদূরে
তোমার স্নিগ্ধতার ঘ্রাণ নিয়ে
ওরা চলে নতুন জীবনের খেয়ালে
দাদন মাখানো অতীত স্রোতে।
প্রকৃতির বুকে শোষণের মায়াজাল
শোধরায় না ওরা, চায় নতুন সকাল
আকাশের মুখ ভার
হুঁশিয়ার সব হুঁশিয়ার ...
কথামালা জুড়ে অনুভব
সভ্যতার ইতিহাসে
স্বাধীনতার স্বপ্ন
ওরা আবার খোঁজে সৃজন মন।
খুব ভালো কবিতা...
উত্তরমুছুন