কবিতায় কথা বলি
নন্দিতা সিনহা
কখন যে কথা বলি!
হয় আলো,নয় মেঘ ,
কিংবা শরতের ভাসা মেঘের কথামালা
ঘিরে আছে তোমায়
এমন তো নয় যে অন্তহীন সময় পরে আছে
উঠোন জুড়ে
যখন যত টুকু খুশি কুড়িয়ে নিলেই হলো
এই মাত্র ভোর হয়েছে সেটাও নয়
সূর্য মাথার ওপর উঠে এসেছে....
এখন প্রায়ই নিঃসঙ্গ দুপুরে ঘুঘু ডাকে
সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নেমে যায় রোমান্স
বধির হয়ে আসছে প্রেম
অল্প সময়ই আর মাত্র হাতে
তুমি বলতে পারবে না জোর দিয়ে
এ সমীকরণ মিথ্যা,
সময় তো সমুদ্রের মত পিছিয়ে গিয়েও এগিয়ে আসে না...
তাহলে কবে?
বলো ,কবে আর??
নন্দিতা সিনহা
কখন যে কথা বলি!
হয় আলো,নয় মেঘ ,
কিংবা শরতের ভাসা মেঘের কথামালা
ঘিরে আছে তোমায়
এমন তো নয় যে অন্তহীন সময় পরে আছে
উঠোন জুড়ে
যখন যত টুকু খুশি কুড়িয়ে নিলেই হলো
এই মাত্র ভোর হয়েছে সেটাও নয়
সূর্য মাথার ওপর উঠে এসেছে....
এখন প্রায়ই নিঃসঙ্গ দুপুরে ঘুঘু ডাকে
সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নেমে যায় রোমান্স
বধির হয়ে আসছে প্রেম
অল্প সময়ই আর মাত্র হাতে
তুমি বলতে পারবে না জোর দিয়ে
এ সমীকরণ মিথ্যা,
সময় তো সমুদ্রের মত পিছিয়ে গিয়েও এগিয়ে আসে না...
তাহলে কবে?
বলো ,কবে আর??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন