মঙ্গলবার, ১২ মে, ২০২০

আটপৌরে কবিতা || দেবযানী বসু || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
দেবযানী বসু
১.চুপ

খোলস । বহুস্তর । পর্যটন।
                কবর
বাগান ধার দাও দাফনের।


২.:ভাবান্তর

পুকুর । শানশানানো। আলোমন।
                 কপাল
বলিরেখার নুন সমুদ্রকে দিলাম।


৩. প্রমাণ দাও

ব্যালকনি। শরীর । দারুদেহ।
          চাতকজল
পঞ্চভূত হাত পেতে মাগছে।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...