তোমাকে , সাগরিকা l
অচিন্ত্য নন্দী
তোমার মোবাইল কেন বন্ধ হয়ে থাকে?
তুমি কি নিজেকেও বন্ধ করে রাখো ?
তরঙ্গ থেকে তরঙ্গ আমি ভেসে যাই l
চোখ বন্ধ রাখি, যদি একটাও ঢেউ বেপথে
আমাকে তোমার কাছে এনে দেয় !
না: , আমাকে নিয়ে লোফালুফি খেলে
ফিরতি ঢেউ , প্রাণহীন মনটাকে ছুড়ে ফেলে
তটে | সবাই ভাবে আমি কেন অপলক
চোখে আকাশের দিকে তাকিয়ে থাকি ?
অচিন্ত্য নন্দী
তোমার মোবাইল কেন বন্ধ হয়ে থাকে?
তুমি কি নিজেকেও বন্ধ করে রাখো ?
তরঙ্গ থেকে তরঙ্গ আমি ভেসে যাই l
চোখ বন্ধ রাখি, যদি একটাও ঢেউ বেপথে
আমাকে তোমার কাছে এনে দেয় !
না: , আমাকে নিয়ে লোফালুফি খেলে
ফিরতি ঢেউ , প্রাণহীন মনটাকে ছুড়ে ফেলে
তটে | সবাই ভাবে আমি কেন অপলক
চোখে আকাশের দিকে তাকিয়ে থাকি ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন