রবিবার, ৩ মে, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক কবিতা


আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

১০১.

মদ/ রিপু/ নাশ 
  ) বুদ্ধিভ্রম  (
কেউ কেউ সঙ্গে হাঁটে ।

১০২.

উদ্ধার/  মুক্তি/  আনন্দ 
)  প্রাণবন্ত (
সে স্বাদ আর কতক্ষণ! 

১০৩.

হারমোনিয়াম/  এস্রাজ /সেতার 
          ) যন্ত্রানুষঙ্গ (
সুরে আনন্দ ভরিয়ে দেয় ।

১০৪.

অর্থ/ বিনিময়/ কারবার 
   ) অঙ্গাঙ্গী  (
ক্রমশ নেশায় রূপ নেয় ।

১০৫.

আয়না/ মুখাবয়ব/ ভাবভঙ্গি 
         ) চরিত্র  (
অবলীলায় কেমন ফুটে ওঠে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...