কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার
জলতরঙ্গের শব্দ । কাশীনাথ চাকলাদার । প্রোরেনাটা।পন্চাশ টাকা ।
হাজারো কবিতার বই এর ভিড়ের মধ্যে মিশে থাকা কাব্যগ্রন্থ তুলে নিয়ে যদি আঁতিপাতি খুঁজে দেখা যায়, তবে দেখতে পাবো তার মধ্যেও মুক্তো তুলে আনা সম্ভব
যদি সেরকম পাঠক পাওয়া যায়। কাশীনাথচাকলাদার -এর ' জলতরঙ্গের শব্দ ' সে অর্থে কবিতার ভিড়ে থাকার মতো কাব্যগ্রন্থ ।কিন্তু তাতেও খুঁজে পাওয়াযায়:'তারপর শরীর ক্রমশ মন্থর হয়,/ যেমন জলেরা পাল্টে নেয় নিজস্ব পোশাক ।' অথবা, ' একজন প্রেমিক আছে বলে , / সব প্রেমিকাই আদতে, / প্রেমিকের কথা বলে।'
দুঃখের বিষয় যে, এই দু-একটি পংক্তি ছাড়া সমগ্র বইটি হতাশ করে । অত্যন্ত অগোছালো শব্দের ব্যবহার, মাধুর্যের অনুপস্থিতি দুঃখ বাড়ায় ।
কাব্যগ্রন্থের পেছনের মলাটে তাঁর বিরাট পরিচিতির ভেতর বোঝা যায় , তিনি বিবিধ সাহিত্য বিষয়ক কাজ করেছেন । কিন্তু তাঁর হাত থেকে: ' 'শরীরের চাপে আমার সারা শরীরে রক্তক্ষরণ ।লক্ষ লক্ষ মানুষের ঘর্ষণে মিশে গেছে আমার তুচ্ছ শরীরটা । পোশাকের ঘষটানিতে এক হয়ে গেছে উত্তাপের আগুন ।......'-এর মতো কবিতা। শিরোনামহীন ছাব্বিশটি কবিতার এই বইটির প্রথম কবিতায় যদি পাওয়া যায় তবে তাকে নিয়ে বাহবার সমালোচনা করা অসম্ভব । পারমিতা ভৌমিকের প্রচ্ছদে বইটির মেজাজ ও জলতরঙ্গের স্বাদ খুঁজে পাওয়া গেল না ।
জলতরঙ্গের শব্দ । কাশীনাথ চাকলাদার । প্রোরেনাটা।পন্চাশ টাকা ।
হাজারো কবিতার বই এর ভিড়ের মধ্যে মিশে থাকা কাব্যগ্রন্থ তুলে নিয়ে যদি আঁতিপাতি খুঁজে দেখা যায়, তবে দেখতে পাবো তার মধ্যেও মুক্তো তুলে আনা সম্ভব
যদি সেরকম পাঠক পাওয়া যায়। কাশীনাথচাকলাদার -এর ' জলতরঙ্গের শব্দ ' সে অর্থে কবিতার ভিড়ে থাকার মতো কাব্যগ্রন্থ ।কিন্তু তাতেও খুঁজে পাওয়াযায়:'তারপর শরীর ক্রমশ মন্থর হয়,/ যেমন জলেরা পাল্টে নেয় নিজস্ব পোশাক ।' অথবা, ' একজন প্রেমিক আছে বলে , / সব প্রেমিকাই আদতে, / প্রেমিকের কথা বলে।'
দুঃখের বিষয় যে, এই দু-একটি পংক্তি ছাড়া সমগ্র বইটি হতাশ করে । অত্যন্ত অগোছালো শব্দের ব্যবহার, মাধুর্যের অনুপস্থিতি দুঃখ বাড়ায় ।
কাব্যগ্রন্থের পেছনের মলাটে তাঁর বিরাট পরিচিতির ভেতর বোঝা যায় , তিনি বিবিধ সাহিত্য বিষয়ক কাজ করেছেন । কিন্তু তাঁর হাত থেকে: ' 'শরীরের চাপে আমার সারা শরীরে রক্তক্ষরণ ।লক্ষ লক্ষ মানুষের ঘর্ষণে মিশে গেছে আমার তুচ্ছ শরীরটা । পোশাকের ঘষটানিতে এক হয়ে গেছে উত্তাপের আগুন ।......'-এর মতো কবিতা। শিরোনামহীন ছাব্বিশটি কবিতার এই বইটির প্রথম কবিতায় যদি পাওয়া যায় তবে তাকে নিয়ে বাহবার সমালোচনা করা অসম্ভব । পারমিতা ভৌমিকের প্রচ্ছদে বইটির মেজাজ ও জলতরঙ্গের স্বাদ খুঁজে পাওয়া গেল না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন