অন্ধকারে নিজে-কে
মৃৃৃত্যুঞ্জয় জানা
মাটির নরম মাটি নরম
আঁচলে কান্না হাঁসি,কৈলাস পর্বত৷
শূন্য পথ বেয়ে সূর্য নীলে
সৃষ্টি-পালন-ধ্বংস্য-জ্যামিতি
গোলকধাঁধা,
শেষ রাতের গভীর অন্ধকার
কুয়াশা ঈন্দ্রজাল-
ঘুসো চিংড়ি দাঁড় বেয়ে ভেসে যায়
তেলের কড়া-তে
দাবানল,
চাঁদের আলোয় তারাখোসা
নষ্ট নীড়ে জোনাকি
দাবানল
"নিজে-কে"?
পাথর,পাথর,পাথর
পা আর মাটির,সম্পর্ক ৷
মহাকাশের নীলে গতিহীন পা-থর৷
অন্ধকারে নিজে-কে?
মৃৃৃত্যুঞ্জয় জানা
মাটির নরম মাটি নরম
আঁচলে কান্না হাঁসি,কৈলাস পর্বত৷
শূন্য পথ বেয়ে সূর্য নীলে
সৃষ্টি-পালন-ধ্বংস্য-জ্যামিতি
গোলকধাঁধা,
শেষ রাতের গভীর অন্ধকার
কুয়াশা ঈন্দ্রজাল-
ঘুসো চিংড়ি দাঁড় বেয়ে ভেসে যায়
তেলের কড়া-তে
দাবানল,
চাঁদের আলোয় তারাখোসা
নষ্ট নীড়ে জোনাকি
দাবানল
"নিজে-কে"?
পাথর,পাথর,পাথর
পা আর মাটির,সম্পর্ক ৷
মহাকাশের নীলে গতিহীন পা-থর৷
অন্ধকারে নিজে-কে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন