আটপৌরে কবিতা
------ অরবিন্দ মুখোপাধ্যায়
করোনা
-----------
বিচারক নাকি করোনা ;
আদালত,
প্লিজ মিথ্যা সাক্ষ্য ধোরোনা ।
আমপান
--------------
আমপান নাকি খেলা ;
পাণ্ডবসখা,
সবই ছিল নির্ধারিত অবহেলা !
কালবোশেখী
--------------------
বোশেখ মাসের ঝঞ্জা--
প্রতিযোগহীন।
তবুও সুতোয় দিয়েছে মাঞ্জা ।
পঙ্গপাল
------------
জোট পঙ্গপালের বিহার --
নির্দয়ভাব ।
শুধু জন্মটা বোঝে আহার ।
------ অরবিন্দ মুখোপাধ্যায়
করোনা
-----------
বিচারক নাকি করোনা ;
আদালত,
প্লিজ মিথ্যা সাক্ষ্য ধোরোনা ।
আমপান
--------------
আমপান নাকি খেলা ;
পাণ্ডবসখা,
সবই ছিল নির্ধারিত অবহেলা !
কালবোশেখী
--------------------
বোশেখ মাসের ঝঞ্জা--
প্রতিযোগহীন।
তবুও সুতোয় দিয়েছে মাঞ্জা ।
পঙ্গপাল
------------
জোট পঙ্গপালের বিহার --
নির্দয়ভাব ।
শুধু জন্মটা বোঝে আহার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন