মঙ্গলবার, ১৯ মে, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || যে রয়েছে মুখ ফিরিয়ে

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

যে রয়েছে মুখ ফিরিয়ে ।সৌমেন সাউ । বাকপ্রতিমা। পন্ঞ্চাশ টাকা ।

শুধুমাত্র পাণ্ডিত্যের খেলা নয়, মানবিক দিক থেকে কেউ তার কলম কবিতার কাছে সমর্পণ করে থাকেন
তবে তার সামনে গড়ে উঠবে এক নির্মল আনন্দের খোলা মাঠ । কবি সৌমেন সাউ- এর ' যে রয়েছে মুখ ফিরিয়ে ' কাব্যগ্রন্থে সেই অক্সিজেন ভরা মাঠের সন্ধান পাই । ' হাওয়ায় ওড়া ধুলোয় ভরা পরিচ্ছেদ হীন এ জীবন/  দিনের শেষে চাঁদ হয়ে যায় রাতের শেষে সূর্য।(আমার কোন আলাদিন নেই), ' সাতনরী হার আমার ছিল না জেনেও/ কেন মুখের দিকে তাকিয়ে/ লন্ঠনের
আলো আগলে/ মুখ টিপে হেসেছিল চৈত্রমাস? ('কেন ')   -র মতো পংক্তি ওপরের কথাগুলো প্রশ্রয় দেয় ।
         সৌমেনের কবিতার ভেতরে যে গল্প গল্প ভাব বয়ে যায়, তাছাড়া হালফিল সময়কে তুলে ধরার ছাপ লেগে থাকে,তাকে তাঁর শব্দ কৌশলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার আনন্দ উপভোগ করতে বেশ লাগে । ' এখানে সমস্ত দিন/ জল পড়ে পাতা নড়ে/ এখানে সমস্ত রাত/ ঘরে ঘরে হ্ঋদয় দরজা খোলে ' ( 'যে রয়েছে মুখ ফিরিয়ে ')তন্নিষ্ঠ করে ।
            এক যুগ আগে লেখা এ কাব্যগ্রন্থের ভেতরে আজকের কথা ফুটে ওঠে । আসলে কবি চিরন্তন ভাবনায় বিশ্বাসী ।মৃণাল শীলের প্রচ্ছদের বিমূর্ত রূপ ভেতরে ধাক্কা দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...