কিছু বই কিছু কথা। নীলাঞ্জন কুমার
কঞ্চুকী । সুনীল আচার্য । ছোট কাগজ ।পঁচিশ টাকা ।
' বেডরুমে বুদ্ধ মূর্তি, মার্কস ও লেনিন- মেরে জান/ কার মুখে স্বপ্ন দেখি ? কে যে অসুখ সারান!' কিংবা ' হ্ঋদয়েরও একটি হ্ঋদপিন্ড আছে!'-র মতো কবিতার জন্য 'কন্ঞ্চুকী 'বইটির সঙ্গে মিতালি পাতাতে ইচ্ছে হয় ।
সুনীল আচার্যর এ কাব্যগ্রন্থটি হয়তো সব মিলিয়ে প্রশ্রয় দেবার মতো না হলেও কিছু কবিতা যে ফেলে দেবার নয় তা জোর গলায় বলতে পারি । খুঁজতে খুঁজতে তাই পাই: ' কঠিন চেষ্টায় দৃঢ় মুষ্টি সাধন সিদ্ধ হয়/ হরিণ জানে বাঘের ক্ষুধা কী হিংস্রময়! ' এর মতো মুগ্ধ করা পংক্তি ।
সুনীল আচার্যের কবিতার বাস্তবতা আঁকড়ে এক মায়াময় শব্দজালের ভেতর । ফলে তাঁর কবিতা সোচ্চার হয় না । যদিও ভেতরে ভেতরে ভাবধারার মধ্যে সোচ্চার ভাব লক্ষ্যণীয় মগ্ন হয়ে পড়লে । যেমন: ' নীল আকাশ ,কনকনে ঠান্ডা শিশিরে -শান্তি নেই , /পাখি ফেরে; সঙ্গী নদী ঝা নিঃসঙ্গতা মাঠ ! '
তাঁর কবিতার ভেতরে খাদ অবশ্যই কিছু থাকলেও: ' তোমাকে দেখাই, ধান চারাগুলি, বোঝায় -
বোঝায়/ বাঁধা হয়ে চলে যায় বাথানে, উনানে, / তৃপ্তির স্বাদে অনুতপ্ত হলে/ দেবতাও উচ্ছন্নে যেতে যেতে সন্ন্যাস হয়েওঠে !'-র কাছে দাঁড়াতে হয়। তপন ভট্টাচার্যের প্রচ্ছদ নিয়ে আলোচনা না করাই ভালো ।
কঞ্চুকী । সুনীল আচার্য । ছোট কাগজ ।পঁচিশ টাকা ।
' বেডরুমে বুদ্ধ মূর্তি, মার্কস ও লেনিন- মেরে জান/ কার মুখে স্বপ্ন দেখি ? কে যে অসুখ সারান!' কিংবা ' হ্ঋদয়েরও একটি হ্ঋদপিন্ড আছে!'-র মতো কবিতার জন্য 'কন্ঞ্চুকী 'বইটির সঙ্গে মিতালি পাতাতে ইচ্ছে হয় ।
সুনীল আচার্যর এ কাব্যগ্রন্থটি হয়তো সব মিলিয়ে প্রশ্রয় দেবার মতো না হলেও কিছু কবিতা যে ফেলে দেবার নয় তা জোর গলায় বলতে পারি । খুঁজতে খুঁজতে তাই পাই: ' কঠিন চেষ্টায় দৃঢ় মুষ্টি সাধন সিদ্ধ হয়/ হরিণ জানে বাঘের ক্ষুধা কী হিংস্রময়! ' এর মতো মুগ্ধ করা পংক্তি ।
সুনীল আচার্যের কবিতার বাস্তবতা আঁকড়ে এক মায়াময় শব্দজালের ভেতর । ফলে তাঁর কবিতা সোচ্চার হয় না । যদিও ভেতরে ভেতরে ভাবধারার মধ্যে সোচ্চার ভাব লক্ষ্যণীয় মগ্ন হয়ে পড়লে । যেমন: ' নীল আকাশ ,কনকনে ঠান্ডা শিশিরে -শান্তি নেই , /পাখি ফেরে; সঙ্গী নদী ঝা নিঃসঙ্গতা মাঠ ! '
তাঁর কবিতার ভেতরে খাদ অবশ্যই কিছু থাকলেও: ' তোমাকে দেখাই, ধান চারাগুলি, বোঝায় -
বোঝায়/ বাঁধা হয়ে চলে যায় বাথানে, উনানে, / তৃপ্তির স্বাদে অনুতপ্ত হলে/ দেবতাও উচ্ছন্নে যেতে যেতে সন্ন্যাস হয়েওঠে !'-র কাছে দাঁড়াতে হয়। তপন ভট্টাচার্যের প্রচ্ছদ নিয়ে আলোচনা না করাই ভালো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন