শুক্রবার, ৮ মে, ২০২০

কিছু বই কিছু কথা ।। নীলাঞ্জন কুমার রং ছড়া-নো । সৌগত পাল। একশো কুড়ি টাকা ।

কিছু বই কিছু কথা ।। নীলাঞ্জন কুমার 

রং ছড়া-নো । সৌগত পাল। একশো কুড়ি টাকা ।

সাম্প্রতিককালে বর্হিবঙ্গ থেকে যারা সাহিত্য নিয়ে কাজ করছেন কবি সৌগত পাল তাদের মধ্যে একজন প্রধান হিসেবে বিবেচনা করা যায় । তাঁর উদ্যোগে বেশ কিছু শিশু শিল্পী উঠে এসেছে যারা রংতুলির কেরামতি দেখাচ্ছেন কাগজের পাতায় । ' রং ছড়া -নো ' সেরকম এক উদ্যোগ যার ভেতর সৌগত-র ছড়ার সঙ্গে তুলি চালিয়েছেন আরণ্যক মিত্র, রাজণ্যা দাস, রিয়োনা দে  ,
সৌধৃজ পাল, সৌহ্ঋদ পাল, পূর্বাশা ঘোষের মতো ক্ষুদে  শিল্পীরা ।ছড়ার সঙ্গে অত্যন্ত মানানসই এই শিল্পসৃষ্টির ভেতরে বিশেষ করে উল্লেখ করা যায় রিয়োনা দে-র শিল্পকর্মটি । রিয়োনা- র ছবির গঠন উচ্চমানের যা সাধারণ খুদে শিল্পীদের মতো নয় বলে দাবি করা যেতে পারে ।
         পাশাপাশি সৌগত- র ছড়ার মধ্যে বিশেষ ধার লক্ষ্য করা যায় । রিয়োনা- র ছবির সঙ্গে তাঁর দারুণ ছড়া :' ভিজে ভিজে চলে যাও কোন গান গেয়ে/  please নাম বলে যাও রামধনু মেয়ে । কিংবা পূর্বাশা ঘোষের ছবির সঙ্গে: ' দুর্গা পুজোয় হরেক মজা /হরেক রকম বাদ্যি/ আমায় ঘরে আটকে রাখে/ দেখি তো কার সাধ্যি ।" সৌহ্ঋদ পালের ছবির সঙ্গে: ' প্রজাপতি উড়ে গেছে/  নীলাকাশ দূরে/ আমি বই তুলে রাখি/ মলাটটা মুড়ে ।'
           অত্যন্ত সুদৃশ্য ও বহু রঙে জমজমাট এই বইটির মধ্যে প্রকাশনার বিশেষ বাহাদুরি লক্ষ্য করা যায়।শিশু শিক্ষার চাপে পিষ্ট হতে হতে প্রতিভার যখন মৃত্যু ঘটছে তখন এ ধরনের উদ্যোগ যে তাদের আশার আলো জাগাবে বলা যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...