মঙ্গলবার, ২৬ মে, ২০২০

পূর্ব পূর্ণ অন্তরমিলন || সহেলী দে || কবিতা

পূর্ব পূর্ণ  অন্তরমিলন
সহেলী দে

একদিন আমি তো মিলে যাব,
ফুলে ফুল ছুঁয়ে
মেলে যাব,
ভাবনা ছিল না এমন কখন,
ছলকে ওঠা এই চন্দ্রালোকে
মিলনসুর মাতল কেন এমনই ভাবে,
আমি ভাবিনি কখনো।
ঝিরঝিরে বৃষ্টির সেই মোহনা তীরে
বাজল এ কোন বীনার তারে..
আমি ভাবিনি কখনো।

হাওয়ায় হাওয়ায় কোন মাতাল বনে
 তিরতিরে এ মন যেন কাঁপার ছলে
থমকে গেল কেন!
আঁতকে ওঠে আমার মন
আজ কোন খুশিতে?
চোখে চোখ দিয়ে আজ খুঁজি যারে..
তারে ভাবিনি কখনও ।
তারে ভাবিনি কখনও
সে এল আজ এমনে আনমনে।
থমকে দিয়ে সেদিন মোরে কোন কাননে ।
বুঝিনি কখনও ।বুঝিনি কখনো।

না বলা বাঁধনে বাঁধলে কেমন?
অবুঝ আনমনে ছিলাম তখন!
আমি বুঝিনি!আমি বুঝিনি!
কেমনে লাজালে হে প্রিয়! মোর মন?
এ তোমার কেমন প্রতিশোধী মন!
আজও বুঝিনি সেই প্রথম শুভক্ষণ;
কোন দোষের মাশুল গোনালে তুমি!
আজও বুঝিনি সেই কারণ আমি;
আমি ভাবিনি কখনও।
আমি ভাবিনি কখনও।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...