বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
হিভা পানাহি-র কবিতা
কুর্দিশ- গ্রিক কবি হিভা পানাহি(Hiva Panahi, 1980) - র জন্ম ইরানের সানাভাজ নামক স্থানে। নারীদের প্রতি ধর্মীয় উৎপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা নানা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তখন তাঁর বয়স মাত্র ষোল।এই কারণে তাঁকে কারাবাস পর্যন্ত করতে হয়। ২০০০ খ্রিস্টাব্দে মুক্তি পেয়ে স্কলারশিপ নিয়ে তিনি আথেন্সে, ইউনিভার্সিটি অব অ্যাথেন্স-এ প্রথম গ্রিক সাহিত্য সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেন। পরে পানটিয়ন ইউনিভার্সিটি অব আথেন্স-এ তিনি সমাজ বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞানের পাঠ গ্রহন করেন। তার পর তিনি সেখানে পাকাপাকিভাবে সেটল করেন। তিনি বিপুল পরিমাণ গ্রিক সাহিত্য কুর্দিশ ভাষায় অনুবাদ করেন। ''সিক্রেট অব দ্য স্লো" ( Secret of the Snow) তাঁর প্রথম কাব্যগ্রন্থ যা প্রথম কুর্দিশ ভাষায় প্রকাশিত হয় এবং পরে গ্রিক ভাষায় তাঁর নিজের অনুবাদে। এখন তিনি দুই ভাষাতেই লেখেন মৌলিক কবিতা।
১.
একজন কবি খুন হয়েছেন
দূরত্বগুলো খুলে গেল
সর্বত্র
দৃষ্টিগুলো ছড়িয়ে পড়ল
সর্বত্র
শব্দেরা খুঁজলো তোমাকে
সর্বত্র
তোমার চোখগুলো পাওয়া গেল
রাস্তায়
বরফ ঢাকা ...
২
জলপাই গাছের সার
আমরা ভবঘুরে
আমরা নগ্নপা
আমরা স্থানহীন অথবা দেশহীন
আমরা আগুনে পোড়া বাতাস
তোমাকে আমরা দেখালাম ওই অন্তিম শ্বাস সহ যা পোড়ালো এক টুকরো সমুদ্র ...
৩.
ছাই-মানুষ
বহুদূর থেকে স্বপ্নেরা আসে
পাথর , পাখি এবং আমি নতুন জীবন নিই
স্বপ্নদের নিজস্ব রাস্তা আছে
আমরা আজকাল স্বপ্নদের মতো বহু দূরে থাকি...
রুদ্র কিংশুক
হিভা পানাহি-র কবিতা
কুর্দিশ- গ্রিক কবি হিভা পানাহি(Hiva Panahi, 1980) - র জন্ম ইরানের সানাভাজ নামক স্থানে। নারীদের প্রতি ধর্মীয় উৎপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা নানা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তখন তাঁর বয়স মাত্র ষোল।এই কারণে তাঁকে কারাবাস পর্যন্ত করতে হয়। ২০০০ খ্রিস্টাব্দে মুক্তি পেয়ে স্কলারশিপ নিয়ে তিনি আথেন্সে, ইউনিভার্সিটি অব অ্যাথেন্স-এ প্রথম গ্রিক সাহিত্য সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেন। পরে পানটিয়ন ইউনিভার্সিটি অব আথেন্স-এ তিনি সমাজ বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞানের পাঠ গ্রহন করেন। তার পর তিনি সেখানে পাকাপাকিভাবে সেটল করেন। তিনি বিপুল পরিমাণ গ্রিক সাহিত্য কুর্দিশ ভাষায় অনুবাদ করেন। ''সিক্রেট অব দ্য স্লো" ( Secret of the Snow) তাঁর প্রথম কাব্যগ্রন্থ যা প্রথম কুর্দিশ ভাষায় প্রকাশিত হয় এবং পরে গ্রিক ভাষায় তাঁর নিজের অনুবাদে। এখন তিনি দুই ভাষাতেই লেখেন মৌলিক কবিতা।
১.
একজন কবি খুন হয়েছেন
দূরত্বগুলো খুলে গেল
সর্বত্র
দৃষ্টিগুলো ছড়িয়ে পড়ল
সর্বত্র
শব্দেরা খুঁজলো তোমাকে
সর্বত্র
তোমার চোখগুলো পাওয়া গেল
রাস্তায়
বরফ ঢাকা ...
২
জলপাই গাছের সার
আমরা ভবঘুরে
আমরা নগ্নপা
আমরা স্থানহীন অথবা দেশহীন
আমরা আগুনে পোড়া বাতাস
তোমাকে আমরা দেখালাম ওই অন্তিম শ্বাস সহ যা পোড়ালো এক টুকরো সমুদ্র ...
৩.
ছাই-মানুষ
বহুদূর থেকে স্বপ্নেরা আসে
পাথর , পাখি এবং আমি নতুন জীবন নিই
স্বপ্নদের নিজস্ব রাস্তা আছে
আমরা আজকাল স্বপ্নদের মতো বহু দূরে থাকি...
খুব সুন্দর
উত্তরমুছুন