কিছু বই কিছু কথা ।নীলাঞ্জন কুমার
অন্তর্লীন আকাশ । লক্ষ্মীকান্ত ভট্টাচার্য ।শম্পা প্রকাশনী । তিরিশ টাকা ।
লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পাঁচমিশালি কাব্য , ছড়া ও অনুবাদ কবিতার পুস্তিকা 'অন্তর্লীন আকাশ ' মোটামুটি
ষাট কিংবা সত্তর দশকে প্রকাশিত হত তরে তার একটা মানে ছিল । তখন এ ধরনের বই অনেক বেরতো। দীর্ঘ পন্ঞ্চাশ ষাট বছর পর এই বই কতখানি স্থান দেওয়া যায় সে নিয়ে চিন্তা আছে । লক্ষ্মীকান্ত বাবুর কবিতা পড়ে মনে হয় সময় সত্তর দশকে স্থির হয়ে আছে ।২০১২সালে প্রকাশিত এ গ্রন্থের কোন সময় জ্ঞান নেই ।
পুস্তিকাটিতে তাঁর কয়েকটি মৌলিক কবিতা প্রকাশিত হয়েছে । যার মধ্যে: ' তোমায় ছুঁলে নদীর পায়ে বাজে নূপুর / অন্তরঙ্গ কথাগুলো কবিতা মনে হয় ।' -র মতো কিছু পংক্তি চোখ টানে ।পাশাপাশি ছড়ার ক্ষেত্রে তিনি ছন্দে ও শব্দশৈলীতে অত্যন্ত সাধারণ মানের ।
তবে ব্রেখট, নেরোদা, ফয়েজ আহমদ ফয়েজ এর কিছু অনুবাদ পড়া যায় ।অনুবাদক হিসেবে তিনি কিছুটা স্বাদ বদল করেছেন । সৈকত নায়েকের জঘন্য প্রচ্ছদের বদলে সাদা কাগজে বইটির ও কবির নাম ছাপলে খুশি হত সিরিয়াস পাঠক ।
অন্তর্লীন আকাশ । লক্ষ্মীকান্ত ভট্টাচার্য ।শম্পা প্রকাশনী । তিরিশ টাকা ।
লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পাঁচমিশালি কাব্য , ছড়া ও অনুবাদ কবিতার পুস্তিকা 'অন্তর্লীন আকাশ ' মোটামুটি
ষাট কিংবা সত্তর দশকে প্রকাশিত হত তরে তার একটা মানে ছিল । তখন এ ধরনের বই অনেক বেরতো। দীর্ঘ পন্ঞ্চাশ ষাট বছর পর এই বই কতখানি স্থান দেওয়া যায় সে নিয়ে চিন্তা আছে । লক্ষ্মীকান্ত বাবুর কবিতা পড়ে মনে হয় সময় সত্তর দশকে স্থির হয়ে আছে ।২০১২সালে প্রকাশিত এ গ্রন্থের কোন সময় জ্ঞান নেই ।
পুস্তিকাটিতে তাঁর কয়েকটি মৌলিক কবিতা প্রকাশিত হয়েছে । যার মধ্যে: ' তোমায় ছুঁলে নদীর পায়ে বাজে নূপুর / অন্তরঙ্গ কথাগুলো কবিতা মনে হয় ।' -র মতো কিছু পংক্তি চোখ টানে ।পাশাপাশি ছড়ার ক্ষেত্রে তিনি ছন্দে ও শব্দশৈলীতে অত্যন্ত সাধারণ মানের ।
তবে ব্রেখট, নেরোদা, ফয়েজ আহমদ ফয়েজ এর কিছু অনুবাদ পড়া যায় ।অনুবাদক হিসেবে তিনি কিছুটা স্বাদ বদল করেছেন । সৈকত নায়েকের জঘন্য প্রচ্ছদের বদলে সাদা কাগজে বইটির ও কবির নাম ছাপলে খুশি হত সিরিয়াস পাঠক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন