বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার মিঠে- কষা । অরুণকুমার বসু ।এম. সি . সরকার অ্যান্ড সন্স প্রা . লি: । দেড়শো টাকা ।

কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার 

মিঠে- কষা । অরুণকুমার বসু ।এম. সি . সরকার অ্যান্ড সন্স প্রা . লি: । দেড়শো টাকা ।

অরুণকুমার বসু প্রধানতঃ একজন গদ্যকার  ও সঙ্গীতজ্ঞ । তিনি ভাস্কর বসু ছদ্মনামে লেখা  কিছু জনপ্রিয় গান স্বর্ণযুগের গানের আমলে উপহার দিয়েছেন । প্রয়াত এই গ্রন্থকারের ছড়া গ্রন্থ ' মিঠে- কষা ' -তে সবই বড়দের জন্য ব্যঙ্গ ও তীর্যকতায় ভরা ।
                যদিও তিনি নিয়মিত ছড়াকার নন তবুও আমরা তাঁর মুন্সিয়ানা খুঁজে পাই ছড়া কৌশলে,  যেমন:
' প্রেম প্রোজ্জ্বল হয় যৌবনে ফাগুনে /ক্রোধ প্রজ্জ্বলিত হয় তৈলে বেগুনে '। , ' হাঁকে টিউটোরিয়াল ছাত্র জোটাও/  হাঁকে নেতা ঘড়িয়াল,  টিচার পেটাও ।' , 'বাম থেকে ডাইনে/ আসতে কি চাইনে/ মোটাসোটা দক্ষিণা পাইলে/ দরকারে সাধু খাঁ- র /কাদামাখা পাদুকার /পায়ে পড়ি গান্ধীজি স্টাইলে ।'
                   এছাড়াও নির্ভেজাল কিছু ছড়া পাই যা বর্তমান অবস্থাকে ব্যঙ্গ করে : ' এবার জেনেছি কোড়োর কামাতে/ লাগবে না  মূলধন/ কে এনে দিয়েছে এমন সুযোগ?/  অমিতাভ বচ্চন! '
              তবে গ্রন্থটির ভেতরে বহু ছ্ড়ায় দায়সারা ভাব লক্ষ্যণীয়। ছড়াকে অহেতুক দীর্ঘ করার প্রবণতা পীড়া দেয় । ' মিঠ- কষা 'র ভেতর মিঠের থেকে কষার দিকটি বেশ জোরদার । অমিতাভ খানের প্রচ্ছদ একেবারে টানে না । তবে  বইটির ভেতর   প্রয়াত চারু খানের অলংকার চিত্রকে সাবাসি দিতে হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...