আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
২২৬
মাটি/ অঙ্কুর/ গাছ
)মহীরুহ (
শুধু সময় দিতে হয় ।
২২৭
আদর্শ/ লক্ষ্য/ অভ্যেস
) ফলাফল (
একদিন ঠিক এসে যায় ।
২২৮
সজ্জ্বন/ দ্য়ালু/ সেবক
) ঈশ্বর(
হয়ে ওঠে ক্রমে ক্রমে ।
২২৯
মন্ত্রী/ দপ্তর /মানুষ
) অহর্নিশ(
তার লক্ষ্য হয় মানুষ।
২৩০
বিভ্রান্তি/ পাগলামি/ উন্মনা
) অবিন্যস্ত (
জীবন বয়ে নিয়ে যায় ।
নীলাঞ্জন কুমার
২২৬
মাটি/ অঙ্কুর/ গাছ
)মহীরুহ (
শুধু সময় দিতে হয় ।
২২৭
আদর্শ/ লক্ষ্য/ অভ্যেস
) ফলাফল (
একদিন ঠিক এসে যায় ।
২২৮
সজ্জ্বন/ দ্য়ালু/ সেবক
) ঈশ্বর(
হয়ে ওঠে ক্রমে ক্রমে ।
২২৯
মন্ত্রী/ দপ্তর /মানুষ
) অহর্নিশ(
তার লক্ষ্য হয় মানুষ।
২৩০
বিভ্রান্তি/ পাগলামি/ উন্মনা
) অবিন্যস্ত (
জীবন বয়ে নিয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন