মঙ্গলবার, ২৬ মে, ২০২০

শেফালী-আলো || রুদ্র কিংশুক || কবিতা

শেফালী-আলো 
রুদ্র কিংশুক

শেফালী-আলো অপার  অন্ধকারে বাতিঘর জানে
হাতছানি দেয় ক্রমাগত গূঢ়তর সিগন্যাল চিহ্ন
 ভেসে যায় অতর্কিত এ হৃদয় ঘূর্ণিনিটানে

কীভাবে ফেরানো যাবে ভেসে গেছে নদীজল টানে
ফেরা তার ফেরা নয়, বন্দীদিন পাখিমন ওড়ে
শেফালী-আলো  অপার অন্ধকারে বাতিঘর জানে


দানাপানি লোভে মগ্ন নয়,পাখি উড়ানে গানে
বহুমূল্য খাঁচাখানি পড়ে আছে, পালকের স্তূপ
ভেসে যায় অতর্কিত এহৃদয় ঘূর্ণিটানে


 শব্দ নয়, অনুরণনের হাওয়া বলে কানে কানে
 তুমি শুধু অন্ধকারে  দিন গোনো, ভাঙ্গামন গৃহ
 শেফালী-আলো অপার অন্ধকারে  বাতিঘর জানে

 হলুদ পাতার স্তূপ দাবানল ইশারাকে হানে
 এভাবেই যুবকতা আক্রান্ত, সূর্য ঢলে ঠিক,
 ভেসে যায় অতর্কিত এহৃদয়  ঘূর্ণিটানে

 বহু দূরে পাখি উড়ে  গেছো, অনির্বাণ আলো
আমি শুধু অন্ধকারে স্বপ্ন ইমারত গড়ি ভালো
শেফালী-আলো অপার অন্ধকারে বাতিঘর জানে
 ভেসে যায় অতর্কিত এহৃদয় ঘূর্ণিটানে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...