লকডাউনের পর
মাথুর দাস
এবার থেকে বাদ দি' যদি
মল-কালচার ডিস্কো-থেক্,
বরং ঘুরি খোলা হাওয়ায়
সন্ধ্যা-সকাল পার্ক ও লেক !
চুলোয় যাক ফাস্ট্-ফুড আর
পোড়া মোবিলে চপ কাটলেট,
বাড়ির খাবার খাই, ছেড়ে দিই
হোটেল রেস্তোরাঁর হাই রেট ।
বেশ তো খাওয়া হাতে তৈরী
খাদ্য খাবার এই ক'দিনে,
সময় কালে সব সয়ে যায়
অভ্যাস তো নিলাম চিনে ।
বাঁচবে টাকা বাঁচবে শরীর
বাড়ির খাবার খাই যদি,
সদাচারে ঠিক মেনে যাই
জীবন-শৈলী নিরবধি ।
মাথুর দাস
এবার থেকে বাদ দি' যদি
মল-কালচার ডিস্কো-থেক্,
বরং ঘুরি খোলা হাওয়ায়
সন্ধ্যা-সকাল পার্ক ও লেক !
চুলোয় যাক ফাস্ট্-ফুড আর
পোড়া মোবিলে চপ কাটলেট,
বাড়ির খাবার খাই, ছেড়ে দিই
হোটেল রেস্তোরাঁর হাই রেট ।
বেশ তো খাওয়া হাতে তৈরী
খাদ্য খাবার এই ক'দিনে,
সময় কালে সব সয়ে যায়
অভ্যাস তো নিলাম চিনে ।
বাঁচবে টাকা বাঁচবে শরীর
বাড়ির খাবার খাই যদি,
সদাচারে ঠিক মেনে যাই
জীবন-শৈলী নিরবধি ।
Khub bhalo hoeche
উত্তরমুছুন