বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

মেঘের ভিতর || বন্দিশ ঘোষ || কবিতা

মেঘের ভিতর
বন্দিশ ঘোষ


যদি একটা বাড়ি থাকতো আমার
মেঘের ভিতর -
গোপাল দার চায়ের দোকানের পাশে
সরু গলিতে ওই টালির ঘরের মতো

উপর থেকে একে একে দেখতাম সবাইকে
কে শান্তি চায়
কে চায় ফুটপাথের ধুলো মাখতে
কে চায় আগামীকাল নিয়ে কথা বলতে
আর কে হাত-পা গুটিয়ে বসে থাকতে চায়
আমি সব লিখে রাখতে চাই
এইসব কিছু একটা মোটাসোটা খাতায়...

তারপর ঐ সরু গলিতেই নেমে এসে
খাতাটা দেবো তার কাছে
যার সামনেই আমরা সব্বাই বানাতে থাকি
আমাদের চলতি ফিল্মের এক একটা গল্প...


৩টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...