শনিবার, ৩০ মে, ২০২০

বিচার || ইয়াসিন খান || কবিতা

বিচার 
ইয়াসিন খান

পরিযায়ী জীবন পরিচয়
আঁধার নামে বুকে
শোষণের মায়াজাল
মৃত মায়ের শাড়ি শিশুর টানে

নীরব কথনে গায়কী
রাজপথে রাখাল ছুটে
অসহায় ধরা আমার
স্বপ্ন হারা আমি

কে নেবে ভার?
মৃত লাশেরা দুর্বার
নীতি মালার খসড়া
পরিকল্পনা হীন

শুধুই নাম আর সূর্য অভিলাষ
পুড়ে ছাই হয়ে যায় স্বপ্ন
পরিযায়ী পাখি
পরিযায়ী মানুষ

কে করে বিচার?
আদিমতম বেদনায়
না- মানুষ ও জীবন
হাজার আশ্রয় নিভিয়ে

প্রকৃতির বিচারে সব
 অবিচার কত 
অনুভব অস্থির
বেদনা ছুঁয়ে

আর নয় বিলাপ
পরিবেশ সখি পরিকল্পনায়
জনতাই হোক
নীতি মালার সংলাপ

বিচার বোধ নূরে
জনতা ও প্রকৃতি
রায় হোক রাজপথে
পরিযায়ী ও  রাখাল  নিশান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...