বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
মিরেলা ইভানোভার (Mirela Ivanova, 1962)- জন্ম সোফিয়াতে।বিশ্ববিদ্যালয় স্তরে তাঁর লেখাপড়ার বিষয়
বুলগেরীয় দর্শন । তাঁর কবিতা সংকলনের সংখ্যা ৭-এরঅধিক এবং বহু বিদেশী ভাষায় অনূদিত তাঁর রচনা। অনেকগুলি সাহিত্য পুরস্কার লাভ করেছেন মি্রেলা ইভানোভা তা়ঁর সাহিত্যকৃতি
জন্য।
১. কিছুই নয় ব্যক্তিগত
একটা মানুষ যেন আপেল, লুব্ধ করে
একটা মানুষ অ্যাসপারাগাস, চমৎকারী
একটা মানুষ দ্রাক্ষাফল ফল, টসটসে রস
একটা মানুষ তরমুজ, খুব উপচে পড়া
একটা মানুষ একঘেঁয়ে, ঠিক কলার মত
একটা মানুষ বন্ধু ,যেন বাঁধাকপি
একটা মানুষ গাজর, যেটা মসলাদারি
একটা মানুষ সবুজ নয়ন, কিউই ফলের
একটা মানুষ পিচফলেরই ভঙ্গুরতা
একটা মানুষ টমাটো ঠিক, আবেগপ্রবণ
একটা মানুষ কচুর মত, ছলচাতুরি
একটা মানুষ সবুজ -তাজা শশার মত
একটা মানুষ আখরোট ফল, বন্দিদশা
একটা মানুষ প্ররোচনা, চিচিঙ্গা ফল
একটা মানুষ হাড়-জ্বলুনে, পেঁয়াজ যত
একটা মানুষ লঙ্কা যেন, ভেক-ধরা নেই
একটা মানুষ স্ট্রবেরিফল , লোভের আগুন
কিছুই নয়কো ব্যক্তিগত কেবল আমার বাজার করা, প্রোটিন ডায়েট, চতুর্থ দিন পার হলো আজ,
পাঁচে পড়ল...
২.
ভালবাসার ই-মেল ওড়ে এবং থামে
আমি চুম্বন করি প্রতিটি শব্দকে
শব্দদের ডানাগুলোকে আলাদাভাবে আলাদাভাবে শব্দদের আত্মাগুলোকে
কমা, দাঁড়ি,উত্তেজনা
এবং আবেগ এবং শেষ পর্যন্ত
তোমার নাম ।
তারপর ডিলিট-কি দিয়ে আমি মুছে ফেলি
প্রতিটি শব্দ, শব্দদের ডানাগুলো,
শব্দদের আত্মাগুলো, কমা,
দাঁড়ি, উত্তেজনা এবং আবেগ
এবং শেষ পর্যন্ত তোমার নাম ।
আমি মুছে ফেলি মাথাঘোরা,
না থেকে হ্যাঁ-তে ভেসে যাওয়া,
সমতা হারানো
এবং একটার মধ্যে আরেকটার ভেঙে পড়া ।
আমি মুছে ফেলি শহর এবং ট্রেনগাড়ি সব
এবং যত আলিঙ্গনও, গ্রীষ্মকালীন ,
মুছে ফেলি ঝিমুনি, বৃষ্টিপাত এবং ঘরগুলিকে এবং তোমায়, আলোকপ্রাপ্ত, দিশেহারা ন্যাংটো সাদা, ঘরের মধ্যে তিন বিবাহ,
দুটো জার্মানি দেশ, তোমায় আমি মুছে ফেলি আমার সর্বজ্ঞ, ভগ্নপ্রবন পার্চমেন্ট
দুর্মূল্য , প্রাক-খ্রিস্টান, অনুদ্ঘাটিত পাঠ-সংকেত আমি তোমায় মুছে ফেলি শীতকালীন মুখের ঘায়ে, জ্বর জ্বর ভাব পতন থেকে ,
বাতাস দিয়ে, ফ্লু-র ঘামে, বুক ধড়ফড়,
এবং আরো আবার আমি তোমায়
মুছে ফেলি অ্যাসপিরিনে, ফোঁটা ফোঁটা,
সুগন্ধি চা, ইউক্যালিপটাস বাম,
আমি মাখায় তোমায় ধীরেসুস্থে
শ্লথ এবং দীর্ঘ ভীষণ তোমার শরীর
আমি তোমায় মুছে ফেলি এবং তোমার আবোল-তাবোল, মিথ্যে গর্ব দিয়ে,ছিনালি ঠোঁটে, সর্বগ্রাসী বাহুবন্ধনে, অগ্নিদাহী আঙ্গুলে,
তোমায় মুছে ফেলি যখন তুমি স্যুপের স্বপ্নে,
বইমগ্ন, আলোকপ্রাপ্ত ও বিভ্রান্ত
সর্বজ্ঞ এবং সুন্দর, ভালোবাসার
আমি মুছে ফেলি তোমাকে
এবং তাই আমি আমাকেও মুছে ফেলি
আমি মুছে ফেলি ভালোবাসা
কারণ আমরা তাকে পাওয়ার যোগ্য নই।
রুদ্র কিংশুক |
No-1 kabitai 'fall' shabdo ta muchhe fela jabe, Soumitra? ar boro boro line gulo bhenge deoya jabe?
উত্তরমুছুন