মঙ্গলবার, ২৬ মে, ২০২০

সৌমিত্র রায় || কল্পজ্যোতি: স্বয়ংক্রিয় নিয়মের কথা || একটি ধারাবাহিক রিদমিক্স

কল্পজ্যোতি- ২৭ || একটি ধারাবাহিক রিদমিক্স
সৌমিত্র রায়

স্বয়ংক্রিয় নিয়মের কথা

~ আনন্দ~
  |
সৃষ্টির সূত্রেই জেনো, দ্বন্দ্ব তার স্বউদ্ভূত সখা;
নির্বিকার নদী; তবে নদীর প্রবাহ সেটি জানে ৷
আমাদের দ্বন্দ্বক্ষেত্র রঙ্গমঞ্চ পৃথিবী নির্ভর ,
দ্বিধা ও দ্বন্দ্বমুক্ত শান্তির উৎস খোঁজো মনে ॥
     |
প্রতিটি সত্তা স্বতন্ত্র ; একাকীত্বে শ্রেষ্ঠ ; কর্তব্যের যথার্থ নির্ণয় আর তা পালনই, যে যার আপন ধর্ম ; গোষ্ঠীবদ্ধ মানুষের ধর্মমত আর তার নামকরণ প্রকৃতি-দ্বন্দ্বে মেতে থাকে সুদীর্ঘকাল  ; দ্বন্দ্বেই ধন্য এই সৃষ্টি চরাচর ; নীরব হয়ে এলে, ধন্য হয় জ্ঞান, দ্বন্দ্বেও ইতি টেনে নিতে হয় যথাযথ সময় উপস্থিত হলে ; আহা মায়া, আহা রোমাঞ্চ ; মায়ামুক্ত একাকীত্ব পরমচৈতন্যের চৌম্বকীয় টানে আবর্তিত হতে থাকে ; নিরন্তর ; ক্ষেত্রপাল, মহাপ্রকৃতির সেই চৌম্বকীয় প্রাণকেন্দ্র, প্রস্তুত হয়ে অপেক্ষায় থাকে ; যথাযথ লেনদেন ; হিসেব নিকেশ ; তার নির্যাস সবটুকু মিশে থাকে সৃষ্টির স্বয়ংক্রিয় নিয়মে~
  |
হ্যাবিট বদলে ফেলো, ও মানুষ, হ্যাবিটেই বাঁচো,
একাকী এ পথ চলা, চেঞ্জ করো চলাফেরা ধাঁচও ৷
সঠিক চিন্তা আর, যথাযথ পা ফেলার সাথে,
সত্য সময় জেনো গুটি পায়ে মিলেছে তোমাতে ||
  |
 || শান্তি ||



1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...