শনিবার, ৯ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || গিয়র্গি গসপোডিনভ-এর কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক

গিয়র্গি  গসপোডিনভ-এর কবিতা

গিয়র্গি গসপোডিনভ (Georgi Gospodinov) বুলগেরিয়ার একজন তরুণ কবি ও কথাসাহিত্যিক। পৃথিবীর বহু ভাষায় অনূদিত তাঁর রচনা। তিনি একজন বেশ জনপ্রিয় লেখক।  তাঁর গল্প চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তাঁর কবিতার মধ্যে আবেগের ঘনঘটা, নেই খুব ঠান্ডা ভাবে তিনি জীবন ও বাস্তবতাকে দেখেন । তাঁর কবিতায় নির্মাণের অনেক মজা মশকরা পরিলক্ষিত।

১.একটা টেক্সটকে ভরে  তোলার উপায়

প্রথম |
টেক্সটের মাছ (আবার মাছের টেক্সট) গেলা উচিত ব্যঞ্জনবর্ণের কাঁটাকুটি সরিয়ে । দেখো, ছোটদের প্রাথমিক মাছ (টেক্সট ) যেন হয় সহজ সরল (তরল নয় ) , মূলত স্বরবর্ণের তুলতুলে পেটি নির্মিত । বড়দের ক্ষেত্রে শক্ত, শক্ততর এবং শ ...... ক্ ......ক্ .........তো হাড় মাংসের ভেতর শিকড় গজাবে।

দ্বিতীয় |
"আমি কি সুস্বাদু , ডার্লিং?"
শব্দেরা ছোটো মাছ
ভেতরে ছোটোখাটো কাঁটার মিশ্রণ
তোমার মুখের ভেতর আমি মিলিয়ে যাবার আগে আমাকে কাঁটাগুলো বেছে নিতে দাও
আমি কি  অ আ ই ঈ উ ঊ এ ঐ?

তৃৃৃতীয় |
রেডিমেড ধ্রুপদী সাহিত্য আত্তীকরণে এই কৌশল সফল ভাবে ব্যবহার করা যায় ।
ছাকনি টেস্টের মাংসকে কথা বলায়,
তাকে দেয় আদিম সৌন্দর্য ।
এইভাবে
সে ছিল আনন্দের প্রেতছায়া
যখন সে প্রথম আমার চোখে উদ্ভাসিত ---
হয়ে ওঠে---
এ, ই, অ, আ, অ, এ, অ
পরিত্যক্ত ব্যঞ্জনের কাঁটাগুলি---
স্, ছ্ ল্, ন্, দ্
কাঁটাগুলি কুকুরের মুখে ছুড়ে দাও
ঘেউ ঘেউ ঘেউ
শোনো!
কুকুরের ডাকে তো
একটিও কাঁটা নেই।


২. একটি কবিতা

ঈশ্বর লাল
পাকা এবং নিখুঁত
ঈশ্বর একটা টমেটো
এটা ভাবা অপরাধ নয়
না ঈশ্বরের কাছে
না টমাটোটির কাছে

৩. সময় একটি নিউট্রন বোমা

 কোন কিছুই ধ্বংস হবে না
বাড়ি ঘর থাকবে
রাস্তাঘাট থাকবে
উঠানের চেরিফলের গাছও থাকবে
কেবল আমরা থাকবো না
নিউট্রন বোমার পাঠ আমি
এভাবেই মনে রেখেছি
 সেই থেকে আমি জেনে এসেছি
মৃত্যু একটা চেরিগাছ
পেকে উঠছে আমাকে ছাড়াই

৪.
চেওনা

চেওনা
তাহলে প্রত্যাখ্যানও নেই

 এটা খুবই সোজা যে
যদি দরজায় ধাক্কা না দাও
ভেতর থেকে কেউ বলবেনা না -- 'না'
(দরজা খুলবে না তোমার জন্য )

আমি চাইনা কিছুই
আর তাই
কেউ আমায় দেয়নি কিছুই
প্রত্যাখ্যানও করেনি কেউ

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...