রবিবার, ৩ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || ভ্লাডিসলাভ রিসটভ-এর কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা 

রুদ্র কিংশুক 

ভ্লাডিসলাভ রিসটভ-এর কবিতা

ভ্লাডিসলাভ রিসটভ (Vladislav Hristov)- এর জন্ম বুলগেরিয়ার শুমেনে। বর্তমানে তিনি জার্মানির
কলোগমনেতে থাকেন। তাঁর প্রিয় কবিতা ফর্ম হাইকু । বহু বিশিষ্ট পত্র-পত্রিকা ও সংকলনে তাঁর হাইকু প্রকাশিত হয়েছে। ২০১০- এ থার্ড বুলগেরিয়ান ন‍্যাশনাল হাইকু কনটেস্ট- এ তিনি পুরস্কৃত হন।

হাইকু
১.
উষ্ণ বৃষ্টি
আঙ্গুর চাষী কাঁধগুলো
 কম্পন

২.
একাকী নই
হারিয়ে যাওয়া কুকুর
আমার অন্নভাগী

৩.
ধানক্ষেতে
যত ধান
 তত মশা

৪.
 প্রতিটি ব্যাগে
বোতলবন্দী সমুদ্র
গ্রীষ্মকালীন ট্রেন

৫.
যদি গতরাতে
আমি তুলতাম
 কাদামাখা ক্রিসানথেমাম 

৬.
ইস্টারের কেকে
ঘুমন্ত এক ইঁদুর
 পুনর্জাগরণ


কবিতা

চাষি জেগে উঠেছে এইমাত্র
কিন্তু নাশপাতি গাছের ছায়া
সারা বিকেল তার পিছু পিছু পিছু
যখন সূর্য জ্বলে তার
ঘাড়ের ওপর বুড়ো চাষীর
শুয়ে থাকে  সুখনিদ্রায়
রাত এখনো অনেক দূরে
আর সমস্ত মৃত্যু
মনে হয় অসম্ভব।


শিরোনামহীন

১.
 ইঁদুরটা মরে
বেড়াল থামায় খেলা
তার সঙ্গে
একটা ছোট মুহূর্ত
খাবার আগে
যখন বেড়াল ইঁদুরটাকে শোঁকে
 তখন তারা সত্যিই খুব
 কাছাকাছি ।
২.
একে একে
 আমরা সবাই ফটো ছেড়ে যাই
কুকুরটা যায় সবার শেষে
তারা লম্বা লেজ সর্বদাই
থাকে ছবির ফ্রেমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...