এখানে কোনও বাধানিষেধ নেই
সৌম্যজিৎ আচার্য
প্রতি ছাদে মেলা আছে লোক
প্রতিটা জানলায় ঝুলছে তরুণীরা
তুমি চাইলে যাকে ইচ্ছে বেছে নিতে পারো
এ শহরে কোনও বাধানিষেধ নেই
এখানে বাড়ির দালানে বয়স্কদের
গমের মতো শুকতে দিয়েছে কেউ
তাদের কাছে গল্পের জন্য যাও
এ গাছ থেকে অন্য গাছে চলে গেছে তার
সেখানে ঝুলছে ছোট ছোট ছেলেমেয়ে
তাদের পেড়ে ইচ্ছে মতো ভাঁজ কর
চাইলে নদীও নিতে পার
কিংবা নৌকোর ওপর শুকতে দেওয়া উভলিঙ্গ লোক
যাকে ইচ্ছে বেছে নিতে পার
কোথাও কোনও বাধানিষেধ নেই
এখানে প্রতি ছাদে মেলা আছে সুখ
প্রতিটা জানলায় ঝুলছে কষ্টরা...
সৌম্যজিৎ আচার্য
প্রতি ছাদে মেলা আছে লোক
প্রতিটা জানলায় ঝুলছে তরুণীরা
তুমি চাইলে যাকে ইচ্ছে বেছে নিতে পারো
এ শহরে কোনও বাধানিষেধ নেই
এখানে বাড়ির দালানে বয়স্কদের
গমের মতো শুকতে দিয়েছে কেউ
তাদের কাছে গল্পের জন্য যাও
এ গাছ থেকে অন্য গাছে চলে গেছে তার
সেখানে ঝুলছে ছোট ছোট ছেলেমেয়ে
তাদের পেড়ে ইচ্ছে মতো ভাঁজ কর
চাইলে নদীও নিতে পার
কিংবা নৌকোর ওপর শুকতে দেওয়া উভলিঙ্গ লোক
যাকে ইচ্ছে বেছে নিতে পার
কোথাও কোনও বাধানিষেধ নেই
এখানে প্রতি ছাদে মেলা আছে সুখ
প্রতিটা জানলায় ঝুলছে কষ্টরা...
Bah! Bhalo lekha.
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে
উত্তরমুছুন