বিধিলিপি
দুর্গাদাস মিদ্যা
কি আশ্চর্য ! হাওয়ার মত
মৃত্যু খেলা করে ঘরে ঘরে।
অন্তর্লীন ব্যথা এত চিনচিনে
ইতিপূর্বে কেউ কোনদিন বোঝেনি।
ভয় হয় চোখে চোখ রেখে তাকাতে।
বিষন্নতায় সহজিয়া জীবনের তার ছিড়ে যায়। ঘুরপাক খায় নানান প্রশ্ন প্রতিদিন
আর কতদিন অন্তরীণ এর জ্বালায় ফালা ফালা হবে মানব হৃদয় ।
সভ্যতার এই পরাজয় বুঝি বিধিলিপি ছিল।
তা না হলে কেন বসে থাকতে হয় দরজায় খিল এঁটে।
বুক চিতিয়ে হেঁটে যাওয়া বারণ কেন।
কেন বন্ধ হবে স্বাভাবিক জীবনযাপন।
দুর্গাদাস মিদ্যা
কি আশ্চর্য ! হাওয়ার মত
মৃত্যু খেলা করে ঘরে ঘরে।
অন্তর্লীন ব্যথা এত চিনচিনে
ইতিপূর্বে কেউ কোনদিন বোঝেনি।
ভয় হয় চোখে চোখ রেখে তাকাতে।
বিষন্নতায় সহজিয়া জীবনের তার ছিড়ে যায়। ঘুরপাক খায় নানান প্রশ্ন প্রতিদিন
আর কতদিন অন্তরীণ এর জ্বালায় ফালা ফালা হবে মানব হৃদয় ।
সভ্যতার এই পরাজয় বুঝি বিধিলিপি ছিল।
তা না হলে কেন বসে থাকতে হয় দরজায় খিল এঁটে।
বুক চিতিয়ে হেঁটে যাওয়া বারণ কেন।
কেন বন্ধ হবে স্বাভাবিক জীবনযাপন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন