সৌমিত্র রায়- এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী
২২.
যেসব মহাপুরুষের সান্নিধ্যে কবিতাপাক্ষিক ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল তাদের মধ্যে দীপ সাউ দিয়ে শুরু করা যাক। প্রথমেই জানিয়ে রাখি আমার পূর্বাহ্ণে দীপ সাউ-এর সঙ্গে পরিচয় ছিল না। এমনকি দীপ সাউ এই নামটির সঙ্গেও পরিচিত ছিলাম না।দীর্ঘ পরিচয় সৃত্রে যতটুকু জেনেছিলাম তার কিছুটা :
দীপ-এর আদি বাড়ি ডোমজুড়। সরকারি চাকরি , মাঝারি আধিকারিক। তখন বর্ধমানে পোস্টিং। স্ত্রী শুভ্রাও সরকারি চাকুরে। ভালো গানের গলা। এর আগে সোনামুখী-তে ছিল। এখন নিদাঘ পত্রিকাটির সম্পাদক ছিল গোপাল দাশ।কিন্তু এখন নিদাঘ-এর যাবতীয় দায়দায়িত্ব পালন করত দীপ , এমনটাই আমার মনে হয়েছিল। বর্ধমান-সোনামুখী - বাঁকুড়া ছাড়াও আরো বিভিন্ন জায়গায় কবিতাপাক্ষিকের পতাকাকে উড়িয়ে নিয়ে যাবার যাবতীয় কাজ দীপ প্রায় একাই সম্পন্ন করেছে।
এই দীপ সাউ -এর যে দোষটি আমি চোখে আঙুল দিয়েও দ্যাখাতে সক্ষম হয়নি। তা হল দীপ সাউ আমাদের সময়ের একজন বিশিষ্ট ঔপন্যাসিক শুধু নয়, একজন প্রকৃত কবিও।
এই দীপ সাউ-এর জন্য আমি প্রায় কিছুই করতে পারিনি।এ আমার একার ব্যর্থতা। আমার অপূর্ণতা।
আগে বা পরে কিছু নয়। নাসের হোসেন সম্পর্কে যা বলার তা আমি ইক্যুয়েশন দিয়ে বোঝালাম।
নাসের হোসেন-ই প্রকৃত কারিগর।
নাসের হোসেন = কবিতাপাক্ষিক
নাসের হোসেন > প্রভাত চৌধুরী
নাসের হোসেন এবং কবিতাপাক্ষিক সমার্থক।
নাসের হোসেন ইজ গ্রেটার দ্যান প্রভাত চৌধুরী।
এরপর আজ আর কিছু বলছি না।i
প্রভাত চৌধুরী
২২.
যেসব মহাপুরুষের সান্নিধ্যে কবিতাপাক্ষিক ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল তাদের মধ্যে দীপ সাউ দিয়ে শুরু করা যাক। প্রথমেই জানিয়ে রাখি আমার পূর্বাহ্ণে দীপ সাউ-এর সঙ্গে পরিচয় ছিল না। এমনকি দীপ সাউ এই নামটির সঙ্গেও পরিচিত ছিলাম না।দীর্ঘ পরিচয় সৃত্রে যতটুকু জেনেছিলাম তার কিছুটা :
দীপ-এর আদি বাড়ি ডোমজুড়। সরকারি চাকরি , মাঝারি আধিকারিক। তখন বর্ধমানে পোস্টিং। স্ত্রী শুভ্রাও সরকারি চাকুরে। ভালো গানের গলা। এর আগে সোনামুখী-তে ছিল। এখন নিদাঘ পত্রিকাটির সম্পাদক ছিল গোপাল দাশ।কিন্তু এখন নিদাঘ-এর যাবতীয় দায়দায়িত্ব পালন করত দীপ , এমনটাই আমার মনে হয়েছিল। বর্ধমান-সোনামুখী - বাঁকুড়া ছাড়াও আরো বিভিন্ন জায়গায় কবিতাপাক্ষিকের পতাকাকে উড়িয়ে নিয়ে যাবার যাবতীয় কাজ দীপ প্রায় একাই সম্পন্ন করেছে।
এই দীপ সাউ -এর যে দোষটি আমি চোখে আঙুল দিয়েও দ্যাখাতে সক্ষম হয়নি। তা হল দীপ সাউ আমাদের সময়ের একজন বিশিষ্ট ঔপন্যাসিক শুধু নয়, একজন প্রকৃত কবিও।
এই দীপ সাউ-এর জন্য আমি প্রায় কিছুই করতে পারিনি।এ আমার একার ব্যর্থতা। আমার অপূর্ণতা।
আগে বা পরে কিছু নয়। নাসের হোসেন সম্পর্কে যা বলার তা আমি ইক্যুয়েশন দিয়ে বোঝালাম।
নাসের হোসেন-ই প্রকৃত কারিগর।
নাসের হোসেন = কবিতাপাক্ষিক
নাসের হোসেন > প্রভাত চৌধুরী
নাসের হোসেন এবং কবিতাপাক্ষিক সমার্থক।
নাসের হোসেন ইজ গ্রেটার দ্যান প্রভাত চৌধুরী।
এরপর আজ আর কিছু বলছি না।i
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন