আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
১৬৬.
অদ্ভুত/ আশ্চর্য/ অবাক
)জিজ্ঞাসা (
ঠিক সঙ্গে সঙ্গে হাঁটে ।
১৬৭.
অদৃশ্য/ অবয়ব/ অজ্ঞাত
) মন (
সারাক্ষণ তাকে নিয়ে কাটে ।
১৬৮.
বোমা/ গুলি/ চপার
) হিংসা (
আশ মেটায় হত্যা করে ?
১৬৯.
বলি/ মন্ত্র/ পূজা
) আহুতি (
ধর্ম রক্তে শুদ্ধি হয় ?
১৭০.
আদালত/ বিচারক/ শাস্তি
) ভয় (
নিয়ে বেঁচে থাকা অহরহ ।
নীলাঞ্জন কুমার
১৬৬.
অদ্ভুত/ আশ্চর্য/ অবাক
)জিজ্ঞাসা (
ঠিক সঙ্গে সঙ্গে হাঁটে ।
১৬৭.
অদৃশ্য/ অবয়ব/ অজ্ঞাত
) মন (
সারাক্ষণ তাকে নিয়ে কাটে ।
১৬৮.
বোমা/ গুলি/ চপার
) হিংসা (
আশ মেটায় হত্যা করে ?
১৬৯.
বলি/ মন্ত্র/ পূজা
) আহুতি (
ধর্ম রক্তে শুদ্ধি হয় ?
১৭০.
আদালত/ বিচারক/ শাস্তি
) ভয় (
নিয়ে বেঁচে থাকা অহরহ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন