দুঃসময়
সোমনাথ দে।
বিশ্ব জুড়ে চলছে মহামারী---
লক্ষ জীবন নিচ্ছে দেখো কাড়ি
বন্ধ ঘরে প্রমাদ গুনছে সবাই
করছে না কেউ অহংকারের বড়াই।
শতবর্ষে ফিরে ফিরে এসেছে সে
সাক্ষ্য রেখেছে প্রতিবার ইতিহাসে
বিশ্ব মানব কত দেখেছে দুঃসময়
ধ্বংস বুঝি এভাবেই হতে হয়।
তমসা কেটে আসবে কবে আলো
সেই ঠিকানা জানা আছে কারো বলো?
দেশ থেকে দেশ হচ্ছে দিশেহারা
চেনা পৃথিবীটা আজ হঠাৎ সৃষ্টিছাড়া।
ভারত থেকে শিকাগো জুড়ে কান্না
এই মৃত্যু মিছিল আর দেখতে চাইনা
ইতালি থেকে ফ্রান্সের অলি গলি
ছাপ রেখে, সে আজ গিয়েছে চলি।
সারাদেশে দিনমুজুরেরা আজ
এই দুর্দিনে হারিয়েছে সবাই কাজ
রাজাবাহাদুর দিয়েছে যৎসামান্য
চলবে কদিন সে খুবই নগন্য।
সারা পৃথিবীর গৃহ বন্দি দশা
তবুও তারা লালন করছে আশা
এই ঝড়ের একদিন হবে শেষ
তছনছ করেও রয়ে যাবে তার রেশ।
সোমনাথ দে।
বিশ্ব জুড়ে চলছে মহামারী---
লক্ষ জীবন নিচ্ছে দেখো কাড়ি
বন্ধ ঘরে প্রমাদ গুনছে সবাই
করছে না কেউ অহংকারের বড়াই।
শতবর্ষে ফিরে ফিরে এসেছে সে
সাক্ষ্য রেখেছে প্রতিবার ইতিহাসে
বিশ্ব মানব কত দেখেছে দুঃসময়
ধ্বংস বুঝি এভাবেই হতে হয়।
তমসা কেটে আসবে কবে আলো
সেই ঠিকানা জানা আছে কারো বলো?
দেশ থেকে দেশ হচ্ছে দিশেহারা
চেনা পৃথিবীটা আজ হঠাৎ সৃষ্টিছাড়া।
ভারত থেকে শিকাগো জুড়ে কান্না
এই মৃত্যু মিছিল আর দেখতে চাইনা
ইতালি থেকে ফ্রান্সের অলি গলি
ছাপ রেখে, সে আজ গিয়েছে চলি।
সারাদেশে দিনমুজুরেরা আজ
এই দুর্দিনে হারিয়েছে সবাই কাজ
রাজাবাহাদুর দিয়েছে যৎসামান্য
চলবে কদিন সে খুবই নগন্য।
সারা পৃথিবীর গৃহ বন্দি দশা
তবুও তারা লালন করছে আশা
এই ঝড়ের একদিন হবে শেষ
তছনছ করেও রয়ে যাবে তার রেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন