আটপৌরে কবিতা/ অলোক বিশ্বাস
হাস্য
------
তুলিকাদির রহস্যময় যৌনতা।
বলিলেন,
ঈশ্বরেই দেবো, মানুষ গৌণতা।
অরৈখিক
-------------
চায়ের ভূষণে মেশালে
কফি।
তোমার হরষে গাইলো রফি।
প্রাকৃতিক
-------------
পার্লারে যাওনি কখনো।
বাগানে
বসেই অপরূপে হতেছ মগ্ন।
অপরিবর্তন
----------------
প্রত্যেক পঞ্চবার্ষিকী অন্তর
তাঁহারা
বলছেন এহিবার তাঁহাদের মন্তর।
হাস্য
------
তুলিকাদির রহস্যময় যৌনতা।
বলিলেন,
ঈশ্বরেই দেবো, মানুষ গৌণতা।
অরৈখিক
-------------
চায়ের ভূষণে মেশালে
কফি।
তোমার হরষে গাইলো রফি।
প্রাকৃতিক
-------------
পার্লারে যাওনি কখনো।
বাগানে
বসেই অপরূপে হতেছ মগ্ন।
অপরিবর্তন
----------------
প্রত্যেক পঞ্চবার্ষিকী অন্তর
তাঁহারা
বলছেন এহিবার তাঁহাদের মন্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন