আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৪১.
শোক/ আনন্দ/ উদ্বেগ
) কান্না (
দুই চোখে জড়ো হয় ।
৪২.
সুদিন/ সুখ/সপ্রাণ
)আনন্দ (
আসে হাসে ভাসে আজীবন ।
৪৩.
ভয়/ ঘৃণা/ দুরত্ব
) উদ্বেগ (
গ্রাস করে মনে মনে ।
৪৪.
সত্যাসত্য/ ঘটমান/ সর্বক্ষণ
)সংবাদ (
দেখি এখানে ওখানে সেখানে ।
৪৫ .
ছুঁই/ বাঁধি/ থাকি
)বিশ্বাসে(
যুক্তি তর্ক অবিশ্বাস দূর ।
৪৬.
গভীর/ সম্পৃক্ত/ পরিপূর্ণ
) সাধক (
অভ্যেসে কি না হয় ।
৪৭.
উদার/ শান্তি/ মুক্তি
)অনাবিল (
যে পায় সেই জানে ।
৪৮.
অসুখ/ অতিষ্ঠ/ অশান্তি
) অস্থির (
অনেক অনুগ্রহ অপার্থিব অমৃতে।
৪৯.
হাততালি/ উচ্ছ্বাস/ উন্মাদনা
) আবেগ (
আমায় কে আর পায় !
৫০.
রাধা/ যমুনা/ প্রেম
) স্বর্গীয় (
কাপড়ে রঙ লাগাও কালা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন