আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৮৬.
আতঙ্ক/ শ্বাসরোধী/ উদ্বেগ
) করোনা (
সারাক্ষণ সঙ্গে সঙ্গে হাঁটে ।
৮৭.
হাল্কা/ উড়ন্ত/ বায়বীয়
) প্রাকৃতিক (
বিস্ময় বিস্মিত করে তোলে ।
৮৮.
উদগ্রতা/ কামনা/ রিপু
) বোধহীন (
করে শুধু ধুলোয় মেশায় ।
৮৯.
ভ্রম/ নির্বুদ্ধিতা/ হঠকারিতা
) হঠাৎ (
ছুঁয়ে যায় আমার পরিধি ।
৯০.
গরমিল/ যোগবিয়োগ/ অংক
) সমাধান (
কি করে ঘটে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন