শনিবার, ২ মে, ২০২০

হাইকু || রুদ্র কিংশুক || কবিতাগুচ্ছ

হাইকু

রুদ্র কিংশুক

১.

পাপিয়া ডাকে
 ফুলন্ত পলাশ ডালে
অন্ধকার নামে ।
২.

কদম ফুটেছে
 চলমান কুন্তলরাশি
টইটুম্বর দিঘি-দর্পণ ।

৩.
চৌচির মাঠে আজ
ঢোলকলমির নির্জন ফুলে
শিশিরের টায়রা ।

৪.

শিউলিকীর্ণ মাঠ
উড়ন্ত মৌটুসী ফুল
নীল গির্জাচূড়া।

৫.

সবুজ কলাগাছ
প্রণত ফলের ভারে
অন্ধ জানে না।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...