এক পরিযায়ী পাখি
সুধাংশুরঞ্জন সাহা
আমার চেতনা মনে হয় এক পরিযায়ী পাখি।
সমুদ্র গিরি পেরিয়ে আসে এক গভীর অরণ্যে।
ডালে ডালে দোল খায় পাতা আর বাতাসের সাথে ।
চোখের কোটরে তার অসম্ভব উড়ানের স্বপ্ন।
একে একে বন্ধ হলো চলার পথঘাট যখন
তখনই সে উদয় হলো আমার মনের তারে !
অবাধ্য মনের গতি সাঁতরে যায় নিষিদ্ধ নদী।
পাখিটা আমাকে ডাকে চোখে নির্ভরতার আভাসে ।
#
কিন্তু শহরে হঠাৎ নেমেছে শ্মশানের স্তব্ধতা।
কাকজোছনায় সাজে না আর ভোরের জনপদ
সব প্রাণ হতাশায় ঘরবন্দী অসহ্য সময়ে ।
হে আমার প্রিয় পাখি, ডানায় অকপট উষ্ণতা,
এই অক্ষর জীবন বুঝি এক ভোঁতা তরবারি
শোনাও তোমার কথা ভূগোলের মানচিত্র ছিঁড়ে ।
সুধাংশুরঞ্জন সাহা
আমার চেতনা মনে হয় এক পরিযায়ী পাখি।
সমুদ্র গিরি পেরিয়ে আসে এক গভীর অরণ্যে।
ডালে ডালে দোল খায় পাতা আর বাতাসের সাথে ।
চোখের কোটরে তার অসম্ভব উড়ানের স্বপ্ন।
একে একে বন্ধ হলো চলার পথঘাট যখন
তখনই সে উদয় হলো আমার মনের তারে !
অবাধ্য মনের গতি সাঁতরে যায় নিষিদ্ধ নদী।
পাখিটা আমাকে ডাকে চোখে নির্ভরতার আভাসে ।
#
কিন্তু শহরে হঠাৎ নেমেছে শ্মশানের স্তব্ধতা।
কাকজোছনায় সাজে না আর ভোরের জনপদ
সব প্রাণ হতাশায় ঘরবন্দী অসহ্য সময়ে ।
হে আমার প্রিয় পাখি, ডানায় অকপট উষ্ণতা,
এই অক্ষর জীবন বুঝি এক ভোঁতা তরবারি
শোনাও তোমার কথা ভূগোলের মানচিত্র ছিঁড়ে ।
সুন্দর কবিতা
উত্তরমুছুনখুব সুন্দর.... অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কবি দাদার জন্য
উত্তরমুছুন