বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কবিতা || বায়াস্কোপ || শ্রীজিৎ জানা

বায়াস্কোপ
শ্রীজিৎ জানা

গাঢ় নীল আকাশ ফ্ল্যাটে
তারাদের বিয়ে হলে,
দৈনিকে ফোটে গোলাপগুচ্ছ।

মধুচন্দ্রিমার গন্ধ শুঁকে ফেরে
কতক ক্যামেরা।

তারারা গর্ভবতী হলে দেশটা আঁতুড়ঘর।

তখনো মাঠময় মনমরা
শস্যের লাশ; কৃষকের শবদেহ।
অন্ধ থাকে কতক ক্যামেরা!

কৃষিখেত আর টলিউডের মাঝখানে
শুধুই বায়াস্কোপ।


1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...