বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

কবিতা || মহাকাল দণ্ড || সঞ্জয় চক্রবর্তী


মহাকাল দণ্ড 
সঞ্জয় চক্রবর্তী

লিখেছ তুমি রাত্রিকাব্য, কোনো পত্রালির গায়ে ।
আমাদের ছায়া আছে ঐ পাহাড়ের পাদদেশে ।
ঘেন্নাতেও বাঁচে ভালোবাসা, রক্তমুখী তবু ।
মহুয়ার বনে বনে অনেক শীতলতা, অনুভব করো ।
এ শীতলতা আগেও ছুঁয়ে দেখেছ জামরুলে ।

অচল দুর্বোধ্য জ্ঞানে অমানিশা, কাঁটা অধিকারবোধের আত্মবিশ্বাসে লাল পূর্ণচ্ছেদ টেনে দিয়েছে ।
সংশয় নদীপথের নাব্যতা খোঁজে, পাংশু পারুলে ।

কক্ষপথে গ্রহগুলো গন্ধমাদন টানে বহুবর্ষ ধরে ।
ওদের সবার মাথায় একটা করে পিলসূজ ।
নীলরক্ত বইছে মহাকাশ জুড়ে, অজন্তা ইলোরা গুহাতে গর্বিত স্খলনে কল্পিত যত চিত্রিত মহাভূজ ।
নিঃসীম সময়ের পানপাত্রে পীযূষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...