মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

কবিতা || আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার


আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

২৬.

তাপ/ জ্বালা/ পোড়া 
     ) কবিতা  (
আজন্ম এভাবে সুখে দুখে ।

২৭.

গড়ি/ ভরি/জুড়ি
     ) সান্নিধ্য  (
আমি তুমি সে সবাই ।

২৮.

আবেগে/বোধে/সত্ত্বায়
     ) মেদিনীপুর  (
জড়িয়ে ছিল আছে থাকবে ।

২৯.

ত্যাগী/ সন্ন্যাসী/ সাধক 
        )মান্য (
কি করে হয়ে ওঠে! 

৩০.

প্রশংসা/  প্রিয়তা / প্রাণনা
         ) ঈশ্বরদত্ত (
কোথা থেকে ছুটে আসে ।

৩১.

তথ্য/  প্রযুক্তি/ মন 
      ) সারাক্ষণ  (
ছুঁয়ে চলি ছুঁয়ে চলি ।

৩২.

ওস্তাদ/ পারদর্শী/ মান্য 
        ) শ্রদ্ধা  (
হৃদয় বেছে নেয় গোপনে ।

৩৩.

ঘটনা/  পার্থিব/  বাস্তব 
     )আপেক্ষিক  (
ক্রমশ সরে সরে যায় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...