আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৫১।
উদ্ভট/ অসহ্য/ আযৌক্তিক
) বিরক্তি(
আমার সঙ্গে সঙ্গে চলে ।
৫২।
আবরণ/ পরিধান/ মোড়ক
) নান্দনিক (
বড় আগ্রহ বাড়িয়ে তোলে ।
৫৩।
ব্যোম/ শূন্য/ জ্যোতি
)অধ্যাত্ম (
কি করে পোঁছোয় মনে ।
৫৪।
কাব্য/ তথ্য/ প্রযুক্তি
)I-সাহিত্য (
অনাদি অনন্ত অরূপ অক্ষয়।
৫৫।
নিরাময়/ শান্তি/ আনন্দ
) স্থিতি (
এসো জড়িয়ে ধরে থাকি ।
৫৬।
আগডুম/ বাগডুম/ ঘোড়াডুম
) ছড়া (
রক্ত মিশে যায় অক্লেশে ।
৫৭।
জুয়া/ বেসাতি/ মিথ্যা
) নষ্ট (
কোথাও কোন বাহাদুরি নেই ।
৫৮।
প্রাণ/ জীবন্ত/ ক্রিয়া
)বিস্ময় (
সমাধান কোথাও দেখো নেই ।
৫৯।
ব্যঙ্গ /শ্লেষ/ কটুক্তি
) অপমান (
এই তুমি আমি ভুক্তভোগী ।
৬০।
শ্রদ্ধা/ প্রেরণা/ তাগিদ
) আইকন (
এখন কোথায় পাওয়া যায়?
নীলাঞ্জন কুমার
৫১।
উদ্ভট/ অসহ্য/ আযৌক্তিক
) বিরক্তি(
আমার সঙ্গে সঙ্গে চলে ।
৫২।
আবরণ/ পরিধান/ মোড়ক
) নান্দনিক (
বড় আগ্রহ বাড়িয়ে তোলে ।
৫৩।
ব্যোম/ শূন্য/ জ্যোতি
)অধ্যাত্ম (
কি করে পোঁছোয় মনে ।
৫৪।
কাব্য/ তথ্য/ প্রযুক্তি
)I-সাহিত্য (
অনাদি অনন্ত অরূপ অক্ষয়।
৫৫।
নিরাময়/ শান্তি/ আনন্দ
) স্থিতি (
এসো জড়িয়ে ধরে থাকি ।
৫৬।
আগডুম/ বাগডুম/ ঘোড়াডুম
) ছড়া (
রক্ত মিশে যায় অক্লেশে ।
৫৭।
জুয়া/ বেসাতি/ মিথ্যা
) নষ্ট (
কোথাও কোন বাহাদুরি নেই ।
৫৮।
প্রাণ/ জীবন্ত/ ক্রিয়া
)বিস্ময় (
সমাধান কোথাও দেখো নেই ।
৫৯।
ব্যঙ্গ /শ্লেষ/ কটুক্তি
) অপমান (
এই তুমি আমি ভুক্তভোগী ।
৬০।
শ্রদ্ধা/ প্রেরণা/ তাগিদ
) আইকন (
এখন কোথায় পাওয়া যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন