চিৎকার
...
কুমারেশ মণ্ডল
ঘন অন্ধকারে শোনা গেল আবার
আর্তনাদের চিৎকার-
আজ আবার পশুদের দল
তরুন সতেজ প্রানকে
খুবলে খুবলে খাচ্ছে।
সেই চিৎকার বার বার
সাহায্যের প্রার্থনা করেছিলো,
কোন লাইট জ্বললো না -
অন্ধকারে আর্তনাদ ধীরে ধীরে
শেষ হয়ে গেল
শেষ নিঃশ্বাসের সাথে।
তখনই বুকটা আমার ছ্যাৎ করে উঠলো,
দরজার আড়ালে দাঁড়িয়ে
আমি পশুটা কিছু করলাম না।
পারতাম আমি ওদের আটকাতে...
পারতাম!কিন্তু হাতটা আমার বাঁধা।
আজকাল এরকম চিৎকার শোনা
প্রায় অভ্যেস হয়ে গেছে,
আমিও মানুষ ছিলাম হয়তো...
কিন্তু কেউ আমাকে নিষ্ঠুরতায়
পশু বানিয়েছে,
আমার চিৎকার কেউ শোনেনি সেদিন।
তাই অন্ধকারে পশু শিকারে করলে
এই পশু পথ আটকায় না।
আলাদিন
...
কুমারেশ মণ্ডল
ঘন অন্ধকারে শোনা গেল আবার
আর্তনাদের চিৎকার-
আজ আবার পশুদের দল
তরুন সতেজ প্রানকে
খুবলে খুবলে খাচ্ছে।
সেই চিৎকার বার বার
সাহায্যের প্রার্থনা করেছিলো,
কোন লাইট জ্বললো না -
অন্ধকারে আর্তনাদ ধীরে ধীরে
শেষ হয়ে গেল
শেষ নিঃশ্বাসের সাথে।
তখনই বুকটা আমার ছ্যাৎ করে উঠলো,
দরজার আড়ালে দাঁড়িয়ে
আমি পশুটা কিছু করলাম না।
পারতাম আমি ওদের আটকাতে...
পারতাম!কিন্তু হাতটা আমার বাঁধা।
আজকাল এরকম চিৎকার শোনা
প্রায় অভ্যেস হয়ে গেছে,
আমিও মানুষ ছিলাম হয়তো...
কিন্তু কেউ আমাকে নিষ্ঠুরতায়
পশু বানিয়েছে,
আমার চিৎকার কেউ শোনেনি সেদিন।
তাই অন্ধকারে পশু শিকারে করলে
এই পশু পথ আটকায় না।
আলাদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন