আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৭৬.
আদিখ্যেতা/ ভাঁড়ামো/ হাস্যকর
)অতিনাটকীয় (
হাসায় আর মিলিয়ে যায় ।
৭৭.
বসন্ত/ রঙ/ সুখ
)ভরভরন্ত (
দিন আসে প্রিয় মরশুমে ।
৭৮.
গর্ব/ শ্লাঘা/ অহং
)রক্তে (
চাগাড় দেয় কখনো সখনো ।
৭৯.
উদোম / আদর/ বিস্ময়
)সদ্যোজাত (
প্রতিনিয়ত দেখতে দেখতে স্বাভাবিক ।
৮০.
ওস্তাদ/ প্রতিভা/ অপ্রতিদ্বন্দ্বী
) প্রথিতযশা (
শুধু দেখি আর দেখি ।
নীলাঞ্জন কুমার
৭৬.
আদিখ্যেতা/ ভাঁড়ামো/ হাস্যকর
)অতিনাটকীয় (
হাসায় আর মিলিয়ে যায় ।
৭৭.
বসন্ত/ রঙ/ সুখ
)ভরভরন্ত (
দিন আসে প্রিয় মরশুমে ।
৭৮.
গর্ব/ শ্লাঘা/ অহং
)রক্তে (
চাগাড় দেয় কখনো সখনো ।
৭৯.
উদোম / আদর/ বিস্ময়
)সদ্যোজাত (
প্রতিনিয়ত দেখতে দেখতে স্বাভাবিক ।
৮০.
ওস্তাদ/ প্রতিভা/ অপ্রতিদ্বন্দ্বী
) প্রথিতযশা (
শুধু দেখি আর দেখি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন