অণুগল্প
পুরস্কার / সোমনাথ বেনিয়া
চার জন দুষ্কৃতী দুম করে দরজা খুলে ঘরের ভিতর ঢুকে পড়লো। মা-মেয়ে হকচকিয়ে গেল। দুষ্কৃতিদের লালসাময় মুখ দেখে মায়ের কাতর আবেদন - বাবারা, তোমরা এক-এক করে এসো। আমার মেয়ে ছোটো। ও মরে যাবে। এই শুনে প্রথম দুষ্কৃতী বললো - আগে মেয়ে, তারপর মা!
দ্বিতীয় জন বললো - না, আগে মা, তারপর মেয়ে!
তৃতীয় জন বললো - তারপর গলায় ফাঁস লাগিয়ে মেরে ঘরে ঝুলিয়ে দেবো!
চতুর্থ জন বললো - শেষে ঘরের সব মাল লুট করে চম্পট!
এত কিছুর পরও আপাতত কিছু ঘটলো না। গল্পকার তরুণ রায় ভাবলো সমাজের এতটা ভয়ঙ্কর রূপ যা বাস্তবে যথাযথ সত্য তা এই নতুন উপন্যাসের কোনো অংশ হিসাবেই তুলে ধরা যাবে না কারণ এবছর শাসকদলের মদতপুষ্ট বোর্ড রাজ্যস্তরের পুরস্কার পাওয়ার জন্য অন্যান্যদের সাথে তার নামও প্রস্তাব করেছে ...
পুরস্কার / সোমনাথ বেনিয়া
চার জন দুষ্কৃতী দুম করে দরজা খুলে ঘরের ভিতর ঢুকে পড়লো। মা-মেয়ে হকচকিয়ে গেল। দুষ্কৃতিদের লালসাময় মুখ দেখে মায়ের কাতর আবেদন - বাবারা, তোমরা এক-এক করে এসো। আমার মেয়ে ছোটো। ও মরে যাবে। এই শুনে প্রথম দুষ্কৃতী বললো - আগে মেয়ে, তারপর মা!
দ্বিতীয় জন বললো - না, আগে মা, তারপর মেয়ে!
তৃতীয় জন বললো - তারপর গলায় ফাঁস লাগিয়ে মেরে ঘরে ঝুলিয়ে দেবো!
চতুর্থ জন বললো - শেষে ঘরের সব মাল লুট করে চম্পট!
এত কিছুর পরও আপাতত কিছু ঘটলো না। গল্পকার তরুণ রায় ভাবলো সমাজের এতটা ভয়ঙ্কর রূপ যা বাস্তবে যথাযথ সত্য তা এই নতুন উপন্যাসের কোনো অংশ হিসাবেই তুলে ধরা যাবে না কারণ এবছর শাসকদলের মদতপুষ্ট বোর্ড রাজ্যস্তরের পুরস্কার পাওয়ার জন্য অন্যান্যদের সাথে তার নামও প্রস্তাব করেছে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন