বুধবার, ২২ এপ্রিল, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


৩৪.

মেলা/  মিলন/ যোগ 
      ) সন্নিধি  (
সূর্যাস্ত হাট তোমার আমার ।

৩৫.

অনর্গল/  সময়/  ঘটনা 
) আবর্তন  (
কোনদিন কেউ থামাতে পারেনা।

৩৬.

হতাশা/ অবসাদ/  আলস্য
       )সান্নাটা  (
   ছেয়ে থাকে দিকে দিগন্তরে ।

৩৭.

ভুল/  অশুদ্ধি/  বিপর্যয় 
     ) আজীবন (
জ্বালিয়ে মারে জ্বালিয়ে মারে ।

৩৮.

কামনা/ ভ্রম/  ছলনা 
   )উন্মাদনা (
বিশ্ব ব্রম্ভ্রান্ড ভুলিয়ে দেয় ।

৩৯.

ক্রোধ/  আগুন/  উত্তাপ 
       ) রিপু  (
কোথায় কখন ছুটে আসে ।

৪০.

গাঢ়/ গভীর/ গূঢ় 
  )মনন (
চিনে নেওয়া কি কঠিন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...